বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫

সেই শহরে

.                সেই শহরে 
.     ।।    রফিক উদ্দিন লস্কর   ।। 
একটি শহরের ব্যস্ততম এক গলিতে 
আমার ভাবনাগুলো পাতিকাকের মতো
রোজ সকালে বৃষ্টি কুয়াশা উপেক্ষা করে 
কা কা করে ডেকে শহর পরিক্রমা করে।
মাঝেমাঝে মানুষের আচরণে বিদ্ধ হয়ে 
তুচ্ছ তাচ্ছিল্যের ফুলঝুরি মাথায় পড়ে, 
শহর ছেড়ে দূর কোথাও যেতে ইচ্ছে করে, 
যেখানে ভালোবাসার মোড়কে খাবার মেলে।
একটু শান্তিতে থাকা যায় পরিবার পরিজনে
কিছু স্বস্তির শ্বাস আর শান্তি থাকে মনে।

রচনাকাল: ১৬এপ্রিল ২০২৫ইং, ২১:৪৩মি. (হোটেল বরাক-সাহাবাদ)

কোন মন্তব্য নেই:

সেই শহরে

.                সেই শহরে  .     ।।    রফিক উদ্দিন লস্কর   ।।  একটি শহরের ব্যস্ততম এক গলিতে  আমার ভাবনাগুলো পাতিকাকের মতো রোজ সকালে বৃষ্টি ক...