সোমবার, ২ জুন, ২০২৫

বানবাসীর জীবন

বানবাসীর জীবন 
রফিক উদ্দিন লস্কর 

এই ক'দিনের অতিবৃষ্টি 
বন্যা দেখা দিলো,
গ্রামগঞ্জের সবার মুখের
হাসি কেড়ে নিলো।

রাস্তাঘাট আর বসতভিটা 
পানির নিচে ঠাঁই,
মানুষ কিংবা গবাদিপশুর 
যাওয়ার জায়গা নাই।

খাবার কিছু নেই ঘরেতে
বেহাল জনজীবন,
অবুঝ শিশুর তরে কাঁদে
মা জননীর মন।

বন্যা এসে ভাঙলো আমার
সকল মনের আশা,
ভাসিয়ে দিল সকল কিছু
এই বন্যা সর্বনাশা।

ভেসে যায় সব ফসলপাতি
ভাসছে ঘরবাড়ি,
চোখের জলে ভেসে ভেসে
এলাম গৃহ ছাড়ি।

রচনাকাল: ০২ জুন ২০২৫ ইং, ২১:৩৬মি. হোটেল বরাক-সাহাবাদ।


কোন মন্তব্য নেই:

বিশ টেখি মাল

বিশ টেখি মাল রফিক উদ্দিন লস্কর  গাঁওর বেটিন বিয়ান অইলে  টাউনর অবায় যাইন, হরেক মালর দোকান আইছে বিশ টেখায় পাইন।। দুই জাল মিলিয়া একদিন টাউনও মা...