মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫

মিথ্যার কুফল

মিথ্যার কুফল
রফিক উদ্দিন লস্কর 
একটি মিথ্যে বললে তুমি,
দশটা মিথ্যে পরে আসে,
মাথা ঘামে, মনটা কাঁপে,
ঘুমটাও যায় দূরে ভাসে।

সত্য কথা বলো রে ভাই,
তাতেই মেলে শান্তি,
মিথ্যে কথায় ভাঙে মন,
বাড়ায় শুধু ক্লান্তি।

রচনাকাল: ০১ জুলাই ২০২৫ইং, হাইলাকান্দি-আসাম।

কোন মন্তব্য নেই:

বিশ টেখি মাল

বিশ টেখি মাল রফিক উদ্দিন লস্কর  গাঁওর বেটিন বিয়ান অইলে  টাউনর অবায় যাইন, হরেক মালর দোকান আইছে বিশ টেখায় পাইন।। দুই জাল মিলিয়া একদিন টাউনও মা...