মিথ্যার কুফল
রফিক উদ্দিন লস্কর
একটি মিথ্যে বললে তুমি,
দশটা মিথ্যে পরে আসে,
মাথা ঘামে, মনটা কাঁপে,
ঘুমটাও যায় দূরে ভাসে।
সত্য কথা বলো রে ভাই,
তাতেই মেলে শান্তি,
মিথ্যে কথায় ভাঙে মন,
বাড়ায় শুধু ক্লান্তি।
রচনাকাল: ০১ জুলাই ২০২৫ইং, হাইলাকান্দি-আসাম।
. পাখি । রফিক উদ্দিন লস্কর। কপোত পাখি মেলছে পাখা ধরে রাখা দায়, নীল আকাশে উড়ে উড়ে দূরে চলে যায়। স্বাধীন পাখি মুক্ত বেড়ি হাসি ভরা মন...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন