মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫

বাস্তবতার মাঝখানে

বাস্তবতার মাঝখানে
রফিক উদ্দিন লস্কর 

ভালোবাসা এখন
রিচার্জ প্ল্যানের মতো,
মেয়াদ ফুরোলেই শেষ
মেসেজ সিন হয়, রিপ্লাই হয় না।
আয়নার সামনে দাঁড়াই
চেনা যায় না নিজেকে,
নিজের ছায়া আজ
আর নিজের মতো নয়।
আমরা সবাই হাঁটি—
এক অদৃশ্য সিস্টেমের স্রোতে,
স্বপ্ন গিলে খায়
ইএমআই, ইনভয়েস আর টার্গেটের হিসেব।
তবু বাঁচি।
কেন?
হয়তো এই বাস্তবতার মধ্যেও
একটু গল্প, একটু গান, একটু আশা
আজও রয়ে গেছে,
চোখের পাতায় জমে থাকা ঘুমের নিচে।

রচনাকাল: ০১ জুলাই ২০২৫ইং, হাইলাকান্দি-আসাম।

কোন মন্তব্য নেই:

স্বপ্নটা সত্যি হোক

.   স্বপ্নটা সত্যি হোক ।। রফিক উদ্দিন লস্কর ।।  আমার একটা স্বপ্ন আছে শান্ত শহর গড়তে, মন্দ লোকের মন্দ স্বভাব   চায় শুধু লড়তে। সভ্য জাতির বিজয়...