মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫

বাস্তবতার মাঝখানে

বাস্তবতার মাঝখানে
রফিক উদ্দিন লস্কর 

ভালোবাসা এখন
রিচার্জ প্ল্যানের মতো,
মেয়াদ ফুরোলেই শেষ
মেসেজ সিন হয়, রিপ্লাই হয় না।
আয়নার সামনে দাঁড়াই
চেনা যায় না নিজেকে,
নিজের ছায়া আজ
আর নিজের মতো নয়।
আমরা সবাই হাঁটি—
এক অদৃশ্য সিস্টেমের স্রোতে,
স্বপ্ন গিলে খায়
ইএমআই, ইনভয়েস আর টার্গেটের হিসেব।
তবু বাঁচি।
কেন?
হয়তো এই বাস্তবতার মধ্যেও
একটু গল্প, একটু গান, একটু আশা
আজও রয়ে গেছে,
চোখের পাতায় জমে থাকা ঘুমের নিচে।

রচনাকাল: ০১ জুলাই ২০২৫ইং, হাইলাকান্দি-আসাম।

কোন মন্তব্য নেই:

পাখি

.          পাখি । রফিক উদ্দিন লস্কর।  কপোত পাখি মেলছে পাখা ধরে রাখা দায়, নীল আকাশে উড়ে উড়ে দূরে চলে যায়। স্বাধীন পাখি মুক্ত বেড়ি হাসি ভরা মন...