বুধবার, ২ জুলাই, ২০২৫

প্লাস্টিকের মানুষ

           প্লাস্টিকের মানুষ
        রফিক উদ্দিন লস্কর 
নেটওয়ার্কে রয় কতো যে মানুষ 
নিজের সাথে নেই  সংযোগ,
চারপাশ ঘেরা আছে ওয়াই-ফাই
কৃত্রিম জগত করে উপভোগ। 

আমরা এখন প্লাস্টিকের মানুষ,
সিলিকনে মোড়া হৃদয়টা বেশ,
ফেইসবুকের ফিল্টারে স্বচ্ছ মুখ,
নকলের ভেতরে আসল শেষ।

চারপাশে শব্দ... কিন্তু নিঃসঙ্গতা
চোখে চশমা, কানে হেডফোন,
পাখির ডাকে এখন  ঘুম ভাঙেনা
সময়ের দাসত্বে অ্যালার্ম টোন।

সেলফির শহরে পাগল মানুষ 
ছবিতে হাসি, ক্যাপশনে সুখ,
ক্যামেরার ফিল্টার রঙ বদলায়
প্লাস্টিকের মানুষ বিষণ্ণ মুখ।

রচনাকাল: ০২ জুলাই ২০২৫ ইং, শিলচর আসাম।


কোন মন্তব্য নেই:

পাখি

.          পাখি । রফিক উদ্দিন লস্কর।  কপোত পাখি মেলছে পাখা ধরে রাখা দায়, নীল আকাশে উড়ে উড়ে দূরে চলে যায়। স্বাধীন পাখি মুক্ত বেড়ি হাসি ভরা মন...