একটি লাল গোলাপের দু'টি কলি
রফিক উদ্দিন লস্কর
সদ্য প্রস্ফুটিত একটা লাল গোলাপ দিয়েছিলাম
ভোরে, সূর্যোদয়ের আগে তোমাকে মনের হর্ষে,
শীত ঋতু পাপড়িতে জমা ছিল শিশিরের বিন্দু
সেদিন রোদ উঠেছিল আমাদের প্রথম স্পর্শে।
তুমি খিলখিলে হেসে লাজুক মুখে বলেছিলে,
এইবেলা কি তবে আমাদের প্রেমের শুরু?
সেই গোলাপটা শুকিয়ে গেছে অনেক আগেই,
তবে স্মৃতির মুকুটে আজও বুক করে দুরুদুরু।
তুমি নেই, সেই সময়টাও নেই, সংসারের ভারে
গোলাপের শুকনো পাপড়ি, ব্যস্ত জীবনের কাজে,
তবে সেই গোলাপটা স্মৃতির অলিন্দে শোভা পায়
একটি বুকমার্ক হয়ে আছে তা ডায়েরির ভাঁজে।
আজকাল ফুল কিনি না, ব্যস্তজীবনের মূল্য কতো!?
সংসারে ভালোবাসার সময় শুধু মূল্যটুকুন বুঝি,
ভালোবাসা কুড়িয়ে নিই সে শুকনো পাঁপড়ির ঘ্রাণে
তবে সেই লাল গোলাপে নীরবে দু'টি কলি খুঁজি।
রচনাকাল: ৮ জুলাই ২০২৫ ইং, কাটলিছড়া-হাইলাকান্দি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন