রবিবার, ৩১ মে, ২০২০

ঈদের বেদন

.      ঈদের বেদন
রফিক উদ্দিন লস্কর  

লকডাউনে ঈদ এলো
নেই যে খুশির লেশ,
সবসময় কাঁপছে ভয়ে 
সারা জাহান দেশ।  

খালি পড়া ঈদগাহটা
নেই যে সমাগম ,
গৃহবন্ধি সবাই এখন
বন্ধ হচ্ছে দম।

৩১মে ২০২০ ইং
নিতাইনগর, হাইলাকান্দি
(আসাম-ভারত  )

কোন মন্তব্য নেই:

পাখি

.          পাখি । রফিক উদ্দিন লস্কর।  কপোত পাখি মেলছে পাখা ধরে রাখা দায়, নীল আকাশে উড়ে উড়ে দূরে চলে যায়। স্বাধীন পাখি মুক্ত বেড়ি হাসি ভরা মন...