রবিবার, ৩১ মে, ২০২০

ঈদের বেদন

.      ঈদের বেদন
রফিক উদ্দিন লস্কর  

লকডাউনে ঈদ এলো
নেই যে খুশির লেশ,
সবসময় কাঁপছে ভয়ে 
সারা জাহান দেশ।  

খালি পড়া ঈদগাহটা
নেই যে সমাগম ,
গৃহবন্ধি সবাই এখন
বন্ধ হচ্ছে দম।

৩১মে ২০২০ ইং
নিতাইনগর, হাইলাকান্দি
(আসাম-ভারত  )

কোন মন্তব্য নেই:

খোকন রাজা

খোকন রাজা   রফিক উদ্দিন লস্কর  খেলার ছলে  ছোট্ট খোকন ভাবতো নিজেই রাজা, সে পোকা মাকড় ধরে এনে দিতো খুবই সাজা। কেউ কখনো বললে কিছু করতো খুবই রাগ...