রবিবার, ৩১ মে, ২০২০

ঈদের বেদন

.      ঈদের বেদন
রফিক উদ্দিন লস্কর  

লকডাউনে ঈদ এলো
নেই যে খুশির লেশ,
সবসময় কাঁপছে ভয়ে 
সারা জাহান দেশ।  

খালি পড়া ঈদগাহটা
নেই যে সমাগম ,
গৃহবন্ধি সবাই এখন
বন্ধ হচ্ছে দম।

৩১মে ২০২০ ইং
নিতাইনগর, হাইলাকান্দি
(আসাম-ভারত  )

কোন মন্তব্য নেই:

স্বপ্নটা সত্যি হোক

.   স্বপ্নটা সত্যি হোক ।। রফিক উদ্দিন লস্কর ।।  আমার একটা স্বপ্ন আছে শান্ত শহর গড়তে, মন্দ লোকের মন্দ স্বভাব   চায় শুধু লড়তে। সভ্য জাতির বিজয়...