ঈদগাহ হবে দুনিয়াটাই
মহিউদ্দিন বিন্ জুবায়েদ
দীর্ঘ একটি মাস ...
আগাছার সবটুকু দুমড়ে মুচড়ে ফেলে
হৃদয় ভূমি তৈয়ার।
এখন তার ফলাফল...
নীল আকাশের কোণে ... ওই তো?
কি সুন্দর! বাঁকা চাঁদ
অথচ
সবার চাওয়া এবং পাওয়া
ঈদগাহ হবে দুনিয়াটাই।
ঈদ মোবারক
মহিউদ্দিন বিন্ জুবায়েদ
ঈদ মোবারক ঈদ মোবারক
আসছে সবার ঘরে,
সিয়াম সাধন একটি মাসে
আদায় করার পরে।
আজকে খুশি সবার মনে
সেমাই পোলাও খাবে,
যেথায় যেথায় বন্ধু আছে
তাদের বাড়ি যাবে।
ঈদ মোবারক ঈদ মোবারক
আমার মনেও খুশি,
এ বার্তাটুক যাক ছড়িয়ে
মন থেকে আজ পুষি।
ঈদুল ফিতর
মহিউদ্দিন বিন্ জুবায়েদ
রোযার শেষে ঈদুল ফিতর
আসছে ফিরে ভাই,
ভুখা থাকার কষ্ট ভুলে
স্বাগত জানাই।
আজকে হবে খাওয়া-দাওয়া
রোযা রাখা বাদ,
ছোট বড় এক হয়ে সব
দেখছি ঈদের চাঁদ।
সবাই খুশি সবাই হাসি
রোযার শেষে ঈদ,
প্রতি ঘরে আসুক আবার
আসমানী তাকিদ।
প্রেরকঃ মহিউদ্দিন বিন্ জুবায়েদ
মুহিমনগর,চৈতনখিলা,শেরপুর।
01717112791
01963757213
___________________________
৯.
এবারের ঈদ
চৈতালী দাসমজুমদার
================
এবারের ঈদ মেঘে ঢাকা যেন কালো মেয়ের ছবি,
রাগান্বিত পৃথিবী আজ হয়তো মুখ ফিরায়ে রবি।
তাই বলে কি থাকবে থেমে সকল চাওয়া পাওয়া,
বন্ধ করতে পারবে কি কেউ চাঁদের আসা যাওয়া।
সারাবছর আমরা সবাই থাকি ঈদের অপেক্ষাতে,
নতুন পোশাকে কেমন লাগে দেখি ঐ আয়নাতে।
রাম, রহিম সবাই মিলে ঈদে পরোটা সিমুই খাবে,
আজ নতুন পোশাক পরে রহিম নানীর বাড়ি যাবে।
এবার ঈদে বন্ধ দুয়ার নেই দোকান বাজার খোলা, শুধু বাঁচা-মরার লড়াই চলছে সবাই আত্মভোলা।মানুষ সবাই সচেতন আজ কেউ যাবেনা ঈদগারে।পড়বে নামাজ নিজের মতো সবাই যে যার ঘরে।
থাকলে বেঁচে আসছে বছর করবে ঈদের মজা,
প্রাণ বাঁচাতে এবার না হয় পেলে একটু সাজা।শুভকামনা জানাই সবে ঈদ আসার আগেই ,
সুস্থ থাকার ভালো থাকার ইচ্ছা মনে জাগে।
Copyright@1234chaitalidas.
______________========_______________
১০.
বিষয়: কবিতা
শিরোনাম:রমজান
লেখক:এস,কে সোহানুর রহমান সোহাগ
তাং:২২-০৫-২০ইং
বছর শেষে আবার এলো মাহে রমজান,,
মোহাম্মদ(স.) আমার রাসুল আল্লাহ আমাদের রব
আল্লাহ আমাদের ভালোবাসে করেছেন এই মাস দান। ।
সকল ইবাদত করব আমরা এই মাসে,
আদায় করব পাচঁ ওয়াক্ত নামাজ আদায়
আল্লাহর সব আদেশ নিষেধ চলব মেনে তবেই তো পাবে জান্নাত আখিরাতে ।।
আল্লাহর ডাকে দিয়ে সারা ইবাদত করবেন এই মাসে যারা,,
মসজিদে গিয়ে পড়বে নামাজ
আখিরাতে এর ফল পাবে তারা ।।
এই মাসে লাইলাতুল কদর সর্বশ্রেষ্ঠ রাত,,
ইবাদত করব এই রাতে
মাফ চাইব তুলে আল্লাহর কাছে দুই হাত,।।
এই মাসে পবিত্র প্রত্যেকটি দিন,
আল্লাহর কাছে করব মোনাজাত
শুধরাব সবাই সব সব ঋন ।আজ থেকে নিলাম শপথ নিলাম,
করব আল্লাহর সকল ইবাদত
আল্লাহ তায়ালা তবেই তো খুশি হয়ে দিবেন আমাদের নিয়ামত..।
আল্লাহর কাছে তুলে দু হাত..
করি আমরা ক্ষমা প্রার্থনা
সবকিছু ভালো হয়ে ভালোভাবে শেষ হোক রমজান।।।
___________________________=________________
১১.
বিভাগ- কবিতা
বিষয় - ঈদ
------------
ঈদ আগমন
জাহাঙ্গীর চৌধুরী
তাং-২২/৫/২০
----------------
মুসলিম দোরে ঈদ আগমন,
বিষাদ কুহোরে মানব জীবন।
অশন শূন্য আজ অশরণ,
গতরে তাদের ছিন্ন বসন।
ঈদ মুসলিমের খুশীর দিন
মিলে মিশে নামাজ পড়ার দিন।
ফেতরা জকাত বস্ত্র করে দান
মানবো আমরা বিধির বিধান।
মানুষ হলো আল্লার বান্দা,
মানব সেবায় হব'না আন্ধা।
পুলকিত রাখবো সবার মন,
যার আঙ্গিকে সাধ্য যেমন ।
ভালোবাসেন মানুষ যেজন
প্রভুর রহমত পান সে জন।
ধর্ম কর্মতে থাকবো সাফ ,
আখেরে আল্লাহ করবেন মাফ।।
জাহাঙ্গীর চৌধুরী
৪০১/ এ নজির আহমেদ চৌধুরী রোড ঈদগাহ, চট্টগ্রাম, বাংলাদেশ
___________________________
১২.
ঈদের ছুটি
আসলাম প্রধান
.
ঈদের ছুটি- ঈদের ছুটি
আনন্দে খাই লুটোপুটি!
সবাই গেছে গ্রামের বাড়ি-
ঢাকার বাসায় একা একা
করছি ভীষণ ছুটোছুটি!
.
ঘর ঝাড়ু দেই, কাপড় কাচি,
এঘর-ওঘর নাচানাচি ।
পাতিল থালাবাসন মাজা
কী যন্ত্রণা- আরেক সাজা!
চুলোর পারে- রান্নাঘরে
গেলেই দুচোখ কান্না করে!
আদা রসুন মরিচ পিঁয়াজ
ঝাল কী রকম, বুঝতেছি আজ--
কেমন মজা পেষাপিষি!
রইল কোথায় খুন্তি চামুচ
লবন হলুদ গরমমশলা-
জিরার ডিব্বা, তেলের শিশি ?
খুঁজে আনি হাতের কাছে-
যা যা আছে ।
এক চুলোতে চালের হাঁড়ি
অন্যটাতে ডাল ও কারি ,
আলু পটল কাটাকাটি
উল্টোপাল্টা খাঁটাখাঁটি!
ফাঁকেফাঁকে খবর রাখি-
ডাল'টা কেমন সিদ্ধ হলো-
লবন চাখি !
.
একটু বিরাম কই ?
কী ঝামেলার কাজ রে বাবা
ভেবে অবাক হই !
ঈদের ছুটি ঈদের ছুটি,
ছুটির দিনে কাজের ভীড়ে
হাঁপাই উঠি- হাঁপাই উঠি !
----×----
গাইবান্ধা/ঢাকা
____________________
১৩.
শিরোনামঃ এবার ঈদ-২০২০
মোঃজাহাঙ্গীর আলম
রমজানেরই রোজার শেষে
এলো খুশির ঈদ,
ঈদের খুশি ভেবে তাইতো
নেইকো কারো নিদ।
কেমন করে ভাবতে পারি
এবার খুশি ভাই,
করোনাতে মানুষ মরে
দুঃখের সীমা নাই।
খোদার লীলা ভবের খেলা
বুঝা মুশকিল ভাই,
ঈদের জামা কিনতে হলে
টাকা কোথা পাই।
ঈদের খুশি বয় না মনে
করোনারই ভয়,
কখন জানি মৃত্যু এসে
কাছে হাজির হয়
__________________
১৪.
বিভাগ : ছড়া
বিষয় : ঈদ
ছড়ার নাম : শংকার ঈদ
কবি: রফিক মজিদ
নয়ানীবাজার, শেরপুর।
মোবাইল: ০১৯১৮-৮৯৩৬২১
ঈদ এলো যে বছর ঘুরে
খুশির আমেজ নিয়ে
করেনায় সব ম্লান করছে
ঘর বন্দি সব হয়ে।
সবার মনে শংকা নিয়ে
কাটছে দিবা-নিশি
অদৃশ্য এক শক্তির কাছে
ভয়ে শহরবাসী।
আল্লাহ তুমি সহায় হও
ঈদকে কাছে পেতে
ঈদের নামাজ পরতে যেন
মসজিদে পাই যেতে।
____________________
১৫.
শিরোনামঃ- "লক ডাউনে ঈদ"
রচনায়ঃ- সুবীর কুমার রাহুত,
তারিখঃ- ২৩/০৫/২০২০ খ্রীঃ।
💥💥💥💥💥💥💥💥💥
লক ডাউনে ঈদ গো দাদু লক ডাউনে ঈদ।
খুশির চোটে নেইকো মোটে আমার চোখে নিদ।।
তোমার সনে ঘুরবো বনে ঘরের কোনে বন্দী,
বাইরে যেতে রই না মেতে মানছি বলে সন্ধি।
ভাবনা গড়ি কাটবো করি মনের ঘরে সিঁধ।।
লক ডাউনে ঈদ গো দাদু লক ডাউনে ঈদ।।
আনন্দ তার রবে না আর বরাবরের মত,
যে যার ঘরে থাকবে পরে বলছে লোকে শত।
অনেক আশা অনেক ভাষা আটকে কাঁদে হৃদ।।
লক ডাউনে ঈদ গো দাদু লক ডাউনে ঈদ।।
করুন আভা করণ থাবা ছোবল মারে যদি,
এসব নিয়ে থাকছি প্রিয়ে ভাবছি নিরবধি।
সামনে বুঝি কামাই রুজি না হয় বিজ্ঞ বিদ।।
লক ডাউনে ঈদ গো দাদু লক ডাউনে ঈদ।।
আম্পান এলো শাসিয়ে গেলো ক্ষয় ক্ষতিরে ঢের,
দেশের ক্ষতি হয় কি গতি সারবে কি তা জের।
প্রকৃতি আজ রুগ্ন সমাজ শুদ্ধি কাজের জিদ।।
লক ডাউনে ঈদ গো দাদু লক ডাউনে ঈদ।।
💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥
১৬.
বিভাগ-ছড়া
বিষয়- ঈদ
বিরহ ঈদ আনন্দ
রাকিবুল হাসান নয়ন
২৩-০৫-২০২০ইং
ঈদের সুখে বাড়িতে যাব
থমকে গেছে দিন,
ঈদ আনন্দ হারিয়ে গেছে
ঢুকছে বুকে পিন।
কাটছে ঘরে বদ্ধ সময়
নিয়তি'রই খেলা,
নিরব মনে দিন যাপনে
যাচ্ছে সময় বেলা।
বছর শেষে বাড়িতে যাব
আপন মিলে বেশ,
ঈদ আনন্দ কাটাবো সুখে
নেইকো বলা শেষ।
দূর বিরহে ঈদ কেমনে
কাটে আপন ছাড়ি,
কালের টানে নিজের বাড়ি
নাহি যাইতে পারি।
হার মেনেছে ঈদ আনন্দ
নিয়তি'রই পানে,
কেমনে কবি আপন বাড়ি
যাবে মাটির টানে।
______________________
১৭.
একটু ভাবুন
ডাঃ তারক মজুমদার
*********************
(৪)
জনস্রোতে ভাসে কথা বাতাসে বরুদ গন্ধ
সীমান্তে ভিড় । নষ্ট নীড় । ফুসছে শুধু দ্বন্দ্ব ।
(৫)
জলের ঢেউ।কেউ কেউ। আধুনিক চিন্তাধারা
হাওয়া বদলের রঙ্গ । নিঃসঙ্গ । পাগলপাড়া।
(৬)
পূর্বে ভালোবাসা আত্মিক। ছিলোনা শাররীক
এখন ভালোবাসা খেলা। শারিরীক।ধিক ধিক।
****************************************
হইতেঃ ডাঃ তারক মজুমদার।
সম্পাদক - সাহিত্য দর্পণ।
২ দুর্গানগর। কাঁকিনাড়া। পোঃ- মাদরাল। জেঃ\উঃ২৪ পরগনা। ৭৪৩১২৬। পঃবঃ । ভারত। মো† হোয়াটসএ্যাপ-৯৩৩৯৭৭৩৬২৪
______________________________________
১৮.
উৎসব
উৎসব নিয়ে আসে সীমাহীন আনন্দ,
জীবন খুঁজে পায় তার চলার ছন্দ।
মিলি সকলে একত্রে ভুলিয়া দ্বন্দ্ব,
শুভের প্রকাশে দূরে যায় মন্দ।
উদাস নিরাশ মনে বয় সুখের চোরা স্রোত,
অশ্রু ভরা নয়নে ফোটায় হাসি, উৎসব কি অদ্ভুত।
অশুভের বিনাশ করে শুভের বিজয়,
আকাশ বাতাস মুখরিত সর্বত্র উৎসব ময়।
খুশির দিনে সকলে আপনজন,
ভুলি ভেদাভেদ সকলই এক, কেউ নয় দুশমন।
উৎসবের রং আমাদের করে রঙ্গিন,
স্মৃতির পাতায় গাঁথা থাকে চিরদিন।
খুশির দিনে প্রাণভরে,জুড়ায় জীবন,
আনন্দ উৎসবে ভাসি সকল, পুলকিত হয় মন।
সঞ্জয় গোস্বামী
কালাইন, কাছাড়,আসাম
______________________________________
১৯.
গরিবের ঈদ
হাসানুজ জামান বড়ভূইয়া
(হাইলাকান্দি)
বাবা ঈদ এসেছে কিনব কাপড় যাব নামাজেতে,
সঙ্গ-সাথী কিনছে কাপড় মেট্রো বাজারেতে!
বলে ছিলে দিবে কিনে ঈদের সমাগমে,
আজই কাপড় দিতে হবে একটু চওড়া দামে।
ঈদের মাত্র তিনদিন বাকি খাদ্য নাই ঘরে,
ছেলেটা আজ ধরলো চেপে দিতে কাপড় তারে!
লক ডাউনে করল বন্ধ রোজি কামলার পথ,
বসে খেলাম তিনমাস মতো ডাল ভাত অনবরত।
খুশির ঈদ আসল এবার কিসের খুশির মেলা,
পাশের ঘরে করছে সন্দেশ মিষ্টি কুর্মা পোলা।
খাদ্য-বস্ত্র পারলাম না আনতে ছেলের জন্য জামা,
ছেলেটি আজ ভীষণ কেঁদেছে বলল তার মা!
বলি বাবা কাঁদিস না তুই দিব কিনে পরে,
হাতে কিছু টাকা আসলে কিনে দিব তোরে।
করিনা বিশ্বাস তোমাকে আর সত্য বলনা,
টাকার জন্য আজ অনৃতবাদী দায়ী করোনা!
গরিব আজ কত পড়িয়াছে খাদে ভিখারীর অবস্থা;
রিলিফ মেরে বসে তারা সমাজে আছে যাদের আস্তা।
খুশির ঈদে ছেড়া কাপড় পড়ে করি প্রভু মাঙ্গনা,
সমস্ত নিখিল করে দাও মুক্ত দাও চির শান্তনা।
____________________________________________
২০.
নীরব বিরহ রাগে
মিলি বসাক(বাংলাদেশ)
নীরবে উড়ায়ে ও বাবরী চুলে মিথুন রাশিতে
অনিন্দিত শৌখিন, সেই উচ্চ মধুর হাসিতে।
ডাগর আঁখিতে পরাণ বাঁধিলে মরমী সুজন
দু:খী বুকে হানিলে তবু বিজুরির কাঁপন।
সুন্দর তুমি চেয়ে থাকি সেকি মোর অপরাধ
তোমারে ফেরালাম তোমার ভালোবাসারই সাধ।
বুকের তপোবনে রাঙায়ে দিলে বিরহ রাগে
বাঁশির সুর যে কাঁদে আজও প্রিয়তম অনুরাগে।
জীবন আছে ভুবন জড়ায়ে তুমি নেই সন্মুখে
নিষ্ঠুর বায়ে ঝরে তব প্রেম বিদগ্ধ নির্ঝর বক্ষে।
_______________________________________
২১.
ঈদের বাদ্য বাজে
শ্যামল বণিক অঞ্জন
বাংলাদেশ
শোন সবাই কান পেতে ঐ
ঈদের বাদ্য বাজে,
নিজেকে আজ দাও বিলিয়ে
গরীব দু:খির মাঝে।
আকাশ কোনে একফালি চাঁদ
জ্যোৎস্না সবার মুখে,
নতুন পোশাক ঈদের নামাজ
পুলক কি যে বুকে!
সেমাই পায়েশ গোশত পোলাও
হরেক রকম ভোজ,
সবই করো নেই তো মানা
নিয়ে ওদের খোঁজ।
___________________________
২২.
. ঈদের বেদন
রফিক উদ্দিন লস্কর
হাইলাকান্দি- আসাম
লকডাউনে ঈদ এলো
নেই যে খুশির লেশ,
সবসময় কাঁপছে ভয়ে
সারা জাহান দেশ।
খালি পড়া ঈদগাহটা
নেই যে সমাগম ,
গৃহবন্ধি সবাই এখন
বন্ধ হচ্ছে দম।
৩১মে ২০২০ ইং
নিতাইনগর, হাইলাকান্দি (আসাম-ভারত )
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন