. সুখচর
রফিক উদ্দিন লস্কর
কারো কাছে সর্বসুখ
ভোগ বিলাসিতায়,
কারো কাছে সুখ শুধু
প্রেমিকার কথায়।
সুখ খুঁজে ভবঘুরে
দেখা মেলা ভার,
পরিজন ছেড়ে দূরে
নেই কিছু তার।
কেউ খুঁজে সুখ পায়
প্রেম নিবেদনে,
ভুলে যায় সবকিছু
নেই কিছু মনে।
চোখের সামনে শুধু
প্রেমিক প্রেমিকা,
জ্ঞান ফেরে তখনি
যবে খায় চ্যাঁকা।
সুখ সুখ করে কেহ
দূর দেশে যায়,
রোজগার হলে বটে
সুখ শুধু টাকায়!
বাইকের স্টিয়ারিংয়ে
কেহ দেয় জোর,
সুখ খুঁজে পায় তাতে
কতো নেশাখোর।
কারো কাছে সুখ আছে
বইয়ের পাতায়,
নেই তার আর রাতদিন
একমনে তায়।
সুখ পাখি উড়ে বসে
গরীবের নীড়ে,
হাসিমুখে খায় যারা
নুনভাত চিড়ে।
কেউ ভাবে সুখ শুধু
বিরাট টাকায়,
বহুতল ঘরে না'কি
সুখ নিদ্রায়।
যার কাছে যা ভালো
সুখ আছে তাতে,
ধৈর্যের সাথে যারা
খাটে দিনরাতে।
কেহ যায় হেঁটে হেঁটে
কেউ যায় গাড়িতে,
সুখ খুঁজে পাড়ি দেয়
মাঝরাতে বাড়িতে।
কারো কাছে সুখ শুধু
শহুরে বসবাস,
কেও করে পাড়াগাঁয়ে
মেহনত বারোমাস।
ভালো লাগে যে পরিবেশ
সেখানেই থাকা,
ভালোমন্দের মিশেলে যে
জীবনের চাকা।
____________________
২৮ মে ২০২০ ইং
নিতাইনগর, হাইলাকান্দি
(আসাম-ভারত)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন