. হরিষে-বিষাদ
. রফিক উদ্দিন লস্কর
এবারের ইদ অন্য রকম
নেইকো খুশির লেশ,
মহামারি যে করছে কাবু
বিশ্বের সকল দেশ।
হাট-বাজারে তালা মারা
মানুষ বন্ধি ঘরে,
প্রাণ বাঁচানো দায় এখন
পরব পাবো পরে।
ইদগাহও নেই সাজানো
নেই যে ইদের রব,
মিষ্টি সেমাই হয়নি তৈরি
রোজার মতো সব।
হবেনা ভাই কোলাকোলি
মিলবেনা কারো হাত,
ইদের খুশি থাকবে ঘরেই
হবেনা যে সাক্ষাত।
যে যেখানে বন্দি আছেন
তথায় হোক নামাজ,
নিয়ম মেনে চলবো সবাই
করবো নিজের কাজ।
বেঁচে থাকলে পরের বছর
সময় সুযোগ হলে,
আগের মতো করবো খুশি
ইদ মোবারক বলে।
গরীব লোকের প্রতি যেনো
সবাই নজর রাখি,
ফিতরা যাকাত সাধ্য মতো
বিলিয়ে দেবো ডাকি।
২৪শে মে, ২০২০ ইং
নিতাইনগর, হাইলাকান্দি (আসাম-ভারত)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন