. আনন্দহীন
রফিক উদ্দিন লস্কর
___________________
চলার পথে কষ্ট লাগে
বলতে গেলেও তা,
এ জীবনে নেই যাদের
আপন বাবা মা।
কষ্ট নামক একটা বস্তু
বুঝতে পারে তারা,
হৃদয়মাঝে অগ্নি জ্বলে
চোখের জলে ধারা।
ধনী গরীব হতে পারেন
জনক কিংবা জননী ,
স্নেহ মায়া ভালোবাসার
অকৃত্রিম এক খনি।
হারিয়ে যাওয়া সুখ পাখি
দেয় না আর ধরা,
ভবের মাঝে বসত করে
দীর্ঘশ্বাস আর খরা।
মা বাবা যে মনের মাঝে
নিত্যদিনের সাথী,
দুই মানিকের অবিহনে
জ্বলেনা সুখ বাতি।
পরব এলে কাঁদি বেশি
আনন্দহীন মন,
এই জীবনে নেই আমার
কোনো আপনজন।
_____________________
২৩শে মে, ২০২০ইং
নিতাইনগর, হাইলাকান্দি (আসাম-ভারত)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন