বুধবার, ২০ মে, ২০২০

অমর উনিশ

        অমর উনিশ
  রফিক উদ্দিন লস্কর

আমার ছিলো দশটি ভাই
একটি ছিলো বোন,
আজও পুষি  হৃদয় মাঝে
তাদের তাজা খুন।
আমার প্রিয় বাংলা ভাষা
সবার থেকে সেরা,
রক্ষা করতে সেই ভাষাকে
হয়নি ঘরে ফেরা।
বুকের মাঝে অদম সাহস
ভাষার প্রতি টান,
অকাতরে দিয়ে গেলেন
এগারোটি প্রাণ।
আজও আমি গর্ব করি
ভাইবোনের জন্য,
মা শব্দটা ডাকতে পেরে
জীবন হলো ধন্য।
জীবন বাজি রেখে যারা
লড়লো ভাষার তরে,
উনিশ এলে প্রদীপ জ্বলে
আজও সবার ঘরে।
মে মাসের ঐ ১৯ তারিখ
ভুলার কথা নয়,
রক্ত দিয়ে রেখে গেলেন
নিজের পরিচয়।
আমরা হাসি আমরা কাঁদি
এই ভাষাতে সব,
বাংলা আজও জিন্দা আছে
তোমরা কিন্তু নীরব!

১৯শে মে ২০২০
নিতাইনগর, হাইলাকান্দি (আসাম-ভারত)

কোন মন্তব্য নেই:

খোকন রাজা

খোকন রাজা   রফিক উদ্দিন লস্কর  খেলার ছলে  ছোট্ট খোকন ভাবতো নিজেই রাজা, সে পোকা মাকড় ধরে এনে দিতো খুবই সাজা। কেউ কখনো বললে কিছু করতো খুবই রাগ...