বুধবার, ১৭ জুন, ২০২০

ভবের হাটে

            ভবের হাটে
     রফিক উদ্দিন লস্কর
  
জীবন নদীর মোহনায় বসে
এলোমেলো দিন কাটে,
সাজানো পসরায় কেনাকাটা
এই রঙিন ভবের হাটে। 

তাকিয়ে দেখি বেলা ডুবুডুবু
হয়নি এখন কিছুই কেনা,  
ঋণের সাগরে হাবুডুবু খাই
প্রহরায় আছে সেনা।

অচেনা লাগে চেনাজানা সব
আপনজনের চক্ষু ফেরা,
জীবনরথের রাস্তা যে এখন 
শুধুই আধারে ঘেরা। 

শখের সাজানো বসতভিটে
গাছগাছালিতে ভরা,
সুবাস ছড়ায় ফুল আর ফল
যখনি আসে জরা।

ঘুমের ঘোরে বেলা বয়ে যায়
যখনই ফিরে চেতন,
কপালে চাপায়ে সকল দোষ
উড়ে বাহানার কেতন।

১৭/০৬/২০২০ইং
নিতাইনগর, হাইলাকান্দি
(আসাম-ভারত)    
 
  




    

কোন মন্তব্য নেই:

পাখি

.          পাখি । রফিক উদ্দিন লস্কর।  কপোত পাখি মেলছে পাখা ধরে রাখা দায়, নীল আকাশে উড়ে উড়ে দূরে চলে যায়। স্বাধীন পাখি মুক্ত বেড়ি হাসি ভরা মন...