রবিবার, ২৮ জুন, ২০২০

অভিপ্রায়

.                  অভিপ্রায়
.         রফিক উদ্দিন লস্কর  
______________________________
খাঁচায় বন্দী পোষা শেষ ইচ্ছাগুলো
সারি দেওয়া পিপড়েদের পিঠে চড়ে
গন্তব্য খুঁজে ভবিষ্যতের অন্তরালে ।
একটুকু ভালো থাকা চাই...
ক্যাকটাসের গায়ে হাত বুলিয়ে চলা
ক্ষত বিক্ষত রক্তের সখ্যতা ।
ঘোর অন্ধকার, সমাধির ভিতে থাকা
স্বপ্নগুলো পুনরোজ্জীবিত হয়,  
অন্ধকার জীবনের গহীন অরণ্য
কতটুকু ফর্সা হয় টর্চের আলোয়।
সব আছে সহ্য ,ক্ষমতা ,অহংকার
শুধু ভালোটুকু বাদ গেছে অভিধানে ।
তুমুল বৃষ্টির শব্দে একটু প্রশান্তি আসে
জীবনের শব্দ কর্ণকুহরে ঢেউ খেলে ,  
অন্তরে আর দাগ টানে না বিরহী গাঁথা।   
অন্ধকারে কিছু আনন্দের পুনর্জাগরণ  
চুপ করে বসে থাকে হৃদয় ,অশ্রু ঝরে ।
অব্যক্ত কথার নীরব নিশিযাপন 
কিন্তু ভীষণ ভয় সঞ্চার হয় চোখ খুললে
যখন অদৃষ্ট আপনিতে হেসেখেলে চলে ।
_________________________________
২৮/০৬/২০২০ ইং
নিতাইনগর, হাইলাকান্দি (আসাম-ভারত)   

কোন মন্তব্য নেই:

খোকন রাজা

খোকন রাজা   রফিক উদ্দিন লস্কর  খেলার ছলে  ছোট্ট খোকন ভাবতো নিজেই রাজা, সে পোকা মাকড় ধরে এনে দিতো খুবই সাজা। কেউ কখনো বললে কিছু করতো খুবই রাগ...