. অত্যাচার
. রফিক উদ্দিন লস্কর
জং ধরা তালা ঝুলানো অনুভুতির দুয়ারে
জর্জরিত হৃদপিণ্ডটা নীরব অত্যাচারে।
চোখ দিয়ে অশ্রু গড়ায় না শুধু তাজা রক্ত
লাল হৃদপিণ্ডটা হচ্ছে ক্রমে কালো ও শক্ত।
জমজমাট আসর বসে নিকোটিনের সাথে
ধোঁয়ার মহড়া অন্দরমহলে প্রায় প্রতি রাতে।
এক চিলতে আগুন জ্বলে ক্ষীণ সলতেয়,
সহসা এসে আনন্দে চিতার মতো লাফ দেয়।
ঝাঁঝালো ফলার মতো সাঁৎ করে ঢুকে যায়,
জীবনের সংকট কালে বড্ড আনন্দ পায়।
অন্ত্রগুলোতে বয়ে যায় গলিত লাভার মতো,
হৃদপিণ্ড চীৎকার করে দেখায় বৃষ্টিকে ক্ষত।
_____________________________________
৪ জুলাই, ২০২০ ইং (নিতাইনগর -হাইলাকান্দি, আসাম)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন