সোমবার, ৬ জুলাই, ২০২০

ছন্দ মাত্রা

            ছন্দ মাত্রা
    রফিক উদ্দিন লস্কর

আমাদের সবার প্রিয় বাংলা ভাষার কবিতায় 
ছন্দ আছে তিন ধরনের ধরে নেয়া যায়।
অক্ষরবৃত্ত, মাত্রাবৃত্ত আর অন্যটি স্বরবৃত্ত,
এগুলো জানলে নিশ্চয় আনন্দে ভরবে চিত্ত।
মাত্রাবিচারের রীতিভেদে ছন্দও পাল্টে যায়,
মাত্রা মানে কী? এখন জানবো নির্দ্বিধায়।
মাত্রা মানে পরিমাপক বা ইউনিট অফ মেজার
সহজ ভাবে জানবো সবে সংশয় রবেনা আর।
জল মাপতে লিটার কাপড় মাপতে মিটার
ছন্দের মাপনে মাত্রা কিন্তু খুবই দরকার।
কবিতার এক-একটি পংক্তিতে আছে বিদ্যমান, 
ধ্বনিপ্রবাহ বলতে পারি বা শ্বসনের টান,
উচ্চারন করার জন্য মোট যে সময় নেই,
ক্ষুদ্রতম এক-একটা অংশ  মাত্রা মানে সেই।
প্রবোধচন্দ্র সেন তারই নাম দিয়েছেন কলা,
কলা মানে অংশ, সুগম হোক ছন্দের পথচলা।
ষোল কলায় চাঁদ পূর্ণ হয় পূবাকাশেতে লাল,
তেমনি কলা বা মাত্রার সমষ্টিতে হয় উচ্চারণকাল।

৬ জুলাই ২০২০ ইং
(নিতাইনগর -হাইলাকান্দি,আসাম-ভারত)

কোন মন্তব্য নেই:

পাখি

.          পাখি । রফিক উদ্দিন লস্কর।  কপোত পাখি মেলছে পাখা ধরে রাখা দায়, নীল আকাশে উড়ে উড়ে দূরে চলে যায়। স্বাধীন পাখি মুক্ত বেড়ি হাসি ভরা মন...