মঙ্গলবার, ৭ জুলাই, ২০২০

অক্ষরবৃত্ত

                        অক্ষরবৃত্ত
.               রফিক উদ্দিন লস্কর
অক্ষরবৃত্ত বাংলা কবিতার খুবই বনেদি ছন্দ
আজও আছে শীর্ষাসনে হয়নি মোটেই বন্ধ।
অক্ষরবৃত্তের মাত্রাগণনা করতে গেলে এখন
অক্ষরবৃত্তের লক্ষণ কী? জানার প্রয়োজন।
এ ছন্দে যত অক্ষর বা বর্ণ, তত হবে মাত্রা
প্রতিটি অক্ষরই ১টি মাত্রার মর্যাদার যাত্রা।
যেমন, "শ্যামল সুন্দর প্রভু কমললোচন"
১৪ মাত্রা পেয়ে যাবো যদি করি গুনন।
" পোড়া প্রণয়ের বুঝি জরামৃত্যু নাই"
এখানেও যে ১৪ মাত্রা গুনে গুনে পাই।
“বাংলা অক্ষরের উপরে যে মাত্রা দেয়া আছে
আমরা তাকেই মাত্রা বলি মনানন্দে নাচে। ।
‘অ’ অক্ষরের উপরমাত্রা দেওয়া আছে পাই,
'অ' অক্ষরে একটি মাত্রা ‘ত’ অক্ষরেও তাই।
অক্ষরবৃত্তে যুক্তাক্ষরেও একটি মাত্রা ধরি
‘ৎ’ যে মাত্রাহীন তাই ‘উৎফুল্ল’  ৩ মাত্রা  স্যরি।
‘হঠাৎ’ হবে ২ মাত্রার নিয়মে যদি যাই,
তিনটি অক্ষরও যদি যুক্ত থাকে ১মাত্রা পাই।
স্বরবর্ণে ‘এ’ আর‘ও’ অক্ষরেতে মাত্রা কিন্তু নাই
তবুও সেই অক্ষরদ্বয়ে ১মাত্রা  ধরবো  সর্বদাই।
ব্যঞ্জনবর্ণে  ‘ঙ’ আর ‘ৎ’ – তে হয়নি  মাত্রা আঁকা,
যুক্তাক্ষরে তারই স্থান ১মাত্রাতেই রাখা।
এই ছন্দে মূল পর্ব ৮ বা ১০ মাত্রার হয়,
কবিতা আবৃতিতে ধীর গতি লয়।
"বিজোড়ে বিজোড় গাঁথো, জোড়ে গাঁথো জোড়"
এই কথা বলেছেন ছন্দের জাদুকর।
অক্ষরবৃত্ত অনেক নামে আছে পরিচিত
যৌগিক, মিশ্রকলামাত্রিক, মিশ্রকলাবৃত্ত।
পয়ার, সংকোচন অন্যটি তানপ্রধান,
এত নামে অভিহিত করে ছন্দ অভিধান।
________________________________________
৭জুলাই ২০২০ ইং
নিতাইনগর, হাইলাকান্দি (আসাম-ভারত)

কোন মন্তব্য নেই:

খোকন রাজা

খোকন রাজা   রফিক উদ্দিন লস্কর  খেলার ছলে  ছোট্ট খোকন ভাবতো নিজেই রাজা, সে পোকা মাকড় ধরে এনে দিতো খুবই সাজা। কেউ কখনো বললে কিছু করতো খুবই রাগ...