ঠিক হয়ে যা
রফিক উদ্দিন লস্কর
সহজ সরল লোককে পেয়ে
ঠকাবি কত বল?
যেদিন তোর খুলবে মুখোশ
বুঝবি তারই ফল।
গায়ের জোরে আর কতদিন
আকাশপানে ছুটবে?
মেঘ ও একদিন ধাক্কা দিয়ে
কোমরটা তোর টুটবে।
আকাশ হতে পড়বে যখন
মাটির বুকে এসে,
চেহারা তোর পালটে যাবে
দাঁত পড়বে খসে।
সত্য পথের পথিক যারা
নেইকো তাদের ভয়,
মিথ্যা পথের লোকজনের
একদিন হবে ক্ষয়।
ছল-ছাতুরি আর কতদিন
পর্দা হলে ফাঁস!
চোখ থাকিতেও অন্ধ হবে
বন্ধ হবে শ্বাস।
থাকতে সময় ঠিক হয়ে যা
বিবেক দিয়ে চল,
মানুষ তোরে করবে গ্রহণ
পাবে ফলাফল।
১৮ জুলাই, ২০২০ ইং
নিতাইনগর, হাইলাকান্দি(আসাম-ভারত)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন