সোমবার, ১৩ জুলাই, ২০২০

আহ্বান

         আহ্বান
রফিক উদ্দিন লস্কর

এই সুন্দর ধরার মাঝে
আছে মানুষ অমানুষ
ভালোমন্দ নিয়েই তারা
উড়ায় রঙিন ফানুস।

দিনের পরে রাত আসে
যাচ্ছে সময় চলে,
অসুস্থ আজ বিশ্ববাসী
মহামারির কবলে।

বাহির ভিতর এক নয়
কাজে প্রমাণ তার,
মানুষ হয়ে পশুর মতো
স্বভাব আছে যার।

দেখলে কারো শ্রীবৃদ্ধি
লাগবে উঠেপড়ে,
হিংস্র মনে ফন্দি খুঁজে
মিথ্যে যানে চড়ে।

সুস্থ হোক এই পৃথিবীটা
নিপাত যাক সব
জাগ্রত হোক মনুষ্যত্ববোধ
তুলতে হবে রব।

কালকের দিন সুন্দর হোক
বৈরিতা হোক ছারখার,
এখন হতেই সব বন্ধ হোক
ধান্ধাবাজির কারবার।

অমানুষ সব মানুষ হোক
ভিতর বাহির হতে,
বিভেদ ভুলে চলব সবাই
সত্য সঠিক পথে।

১৩ জুলাই ২০২০ ইং
নিতাইনগর, হাইলাকান্দি (আসাম-ভারত)

কোন মন্তব্য নেই:

স্বপ্নটা সত্যি হোক

.   স্বপ্নটা সত্যি হোক ।। রফিক উদ্দিন লস্কর ।।  আমার একটা স্বপ্ন আছে শান্ত শহর গড়তে, মন্দ লোকের মন্দ স্বভাব   চায় শুধু লড়তে। সভ্য জাতির বিজয়...