বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২০

স্বপ্ন

                    স্বপ্ন
       রফিক উদ্দিন লস্কর

ফারাক বিস্তর আর স্বল্প পরিসর
কোলাহলহীন তাই মনের বন্দর।
অজানা আতংক বাজায় শঙ্খ,
সূত্রের বাইরে যে সবক'টা অঙ্ক।
হেঁসেলের কাজ তাতে কি লাজ!
মাঝেমধ্যে চাই যে ভিন্নতার সাজ।
বিশাল পৃথিবী চোখ ভরা ছবি,
স্বপ্নের সাক্ষী ঐ আকাশের রবি।
হঠাৎ একদিন হয়ে যাবে সব লীন
অসাড় দেহ তাই ধীরেধীরে ক্ষীণ।
মন চায় এগোতে বিপরীত স্রোতে
বক্ররেখা আঁকা দুচোখের ভ্রু'তে।
ভয়ভীতি দূরে রেখে রূপরেখা এঁকে
মানুষ সুস্থ এক পৃথিবীর স্বপ্ন দেখে।

২০ আগস্ট, ২০২০ ইং
নিতাইনগর, হাইলাকান্দি (আসাম-ভারত)

কোন মন্তব্য নেই:

খোকন রাজা

খোকন রাজা   রফিক উদ্দিন লস্কর  খেলার ছলে  ছোট্ট খোকন ভাবতো নিজেই রাজা, সে পোকা মাকড় ধরে এনে দিতো খুবই সাজা। কেউ কখনো বললে কিছু করতো খুবই রাগ...