সোমবার, ১৭ আগস্ট, ২০২০

অভিন্ন

              অভিন্ন  
।।  রফিক উদ্দিন লস্কর ।।

রং মহলের এই দুনিয়াতে
আমরা বসত করি,
এক পরিচয় মানব জাতি
যুগ যুগান্তর ধরি।

সৃষ্টিকর্তার আপন হাতে
আমরা সবাই সৃষ্টি,
কেহ সাদা কেহ কালো
প্রমাণ তাহার দৃষ্টি।

তাই বলে কি পৃথক হয়
আনন্দ আর ব্যথা?
পাবে কি খুঁজে অন্য প্রাণে
মানবের মানবতা?

ধর্ম-বর্ণ আর জাতিভেদে
বিচিত্র এই জগত,
অনুসরণ করে পূর্বপুরুষ
চলতে হচ্ছে পথ।

হিন্দু, বৌদ্ধ, জৈন, পার্সি
কেউ যে মুসলমান,
ধর্ম বর্ণ পারেনি ভাঙতে
বিধির সংবিধান।

মানুষ নামে জগত মাঝে
বসত করে যারা,
সবার দেহে বইছে কিন্তু
একই রক্ত ধারা।

মান-অভিমান জগতজুড়ে
হাসি,কান্নার খেলা।
ক্ষুধা-তৃষ্ণা সবারই আছে
প্রেম-বিরহ জ্বালা।

মানুষ বাঁচে মানুষের জন্য
দেশের জন্য জাতি,
ভালো হলে মানবিক জ্ঞান
আসবে সুখ্যাতি।

দ্বিধা,সংঘাত মুছতে হবে
নিজ অন্তর হতে,
আমাদের নিয়ে এই পৃথিবী
চলবে নতুন পথে।

১৬ আগস্ট, ২০২০
কাটলিছড়া, হাইলাকান্দি (আসাম-ভারত)

কোন মন্তব্য নেই:

স্বপ্নটা সত্যি হোক

.   স্বপ্নটা সত্যি হোক ।। রফিক উদ্দিন লস্কর ।।  আমার একটা স্বপ্ন আছে শান্ত শহর গড়তে, মন্দ লোকের মন্দ স্বভাব   চায় শুধু লড়তে। সভ্য জাতির বিজয়...