মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২০

বেওয়ারিশ

 .                    বেওয়ারিশ 

।।             রফিক উদ্দিন লস্কর          ।। 



আমি হোমো স্যাপিয়েন্স এক শ্রেষ্ঠ জাত,

জানিনা কেনো হলাম আজ এতটাই কাত।   

এই বিশাল পৃথিবীর মানুষের কাছে আমি,

মূল্যহীন, অপাংক্তেয় এসেছি যে নীচে নামি।

সমাজের সব কুটিল বন্ধন জড়ায়েছে আজ,  

রক্তখেকো দলের ভিড়ে পরিচয় দিতে লাজ। 

দিনের বেলা দুচোখে দেখি আবছা আলো,   

আগামীর আকাশ মেঘেঢাকা নিকষ কালো। 

শুধু ঠেলাঠেলি, ভালো-মন্দের বিচারও নেই, 

মিথ্যের ফুলঝুরি ছড়ায় যে আজ মহান সেই।   

হিতাহিত জ্ঞান সবার আছে নীরবতায় মোড়া,

কেও কারো ধার ধারেনা বিবেক হয়েছে খোঁড়া।  

সভ্যতার মার্কা গায়ে আর আড়ালে অভব্যতা,

স্বার্থপরতার জগৎ সংসার সুস্থতার নেই কথা। 

স্নেহ মায়া সব জলাঞ্জলি পশ্চাতে টানছে রশি, 

মানবতার নিশান সমাজ হতে পড়ছে যে খসি। 

আহত হৃদয় আজ খুঁজে পথ চলে যেতে স্বর্গে,

আমি মানুষ হয়েও পড়ে আছি বেওয়ারিশ মর্গে।    


২৫ আগস্ট ২০২০ ইং 

নিতাইনগর, হাইলাকান্দি (আসাম-ভারত)     

        


কোন মন্তব্য নেই:

খোকন রাজা

খোকন রাজা   রফিক উদ্দিন লস্কর  খেলার ছলে  ছোট্ট খোকন ভাবতো নিজেই রাজা, সে পোকা মাকড় ধরে এনে দিতো খুবই সাজা। কেউ কখনো বললে কিছু করতো খুবই রাগ...