. ভাঙা হৃদয়
।। রফিক উদ্দিন লস্কর ।।
আজকাল কোথাও নেই হাসিখুশির সরস সকাল
জানিনা কখন যমদূত এসে ফেলবে তাঁহার জাল।
প্রতি প্রত্যুষে জেগে, যে প্রত্যাশা নিয়ে চোখ খুলি
একদিন জানি পড়বেনা মনে সবকিছু যাব ভুলি।
ভোরের ভ্রমর হয়ে আর বসবনা যে ফুলের ডগায়
ঊষার দুয়ার খোলে ডাকবেনা কেহ ফুল বাগিচায়।
উবে গেছে রাতের ঘুম ফুটেনা আর প্রত্যাশার ফুল
ভয়ের সাগরে সাঁতার কাটি দেখি নাহি কোন কূল।
নষ্ট ঘড়ির মতোই থেমে আছে আমাদের অষ্টপ্রহর,
এখানে ওখানে রোজ শুনি যে কতো মৃত্যুর খবর।
একবুক ভয়, কবে জানি কি হয়! এই নিয়েই আছি
হতাশা করেছে গ্রাস, এভাবেই আর কতদিন বাঁচি।
সময়ের আগে ঝরে পড়ে ফুল তাইতো আঘাত পাই
ভাবের জগতে করে অল্প বিচরণ বহুদূরে চলে যাই।
পরাজয় ঘটে সবার এক ধ্রুবসত্য নিয়মের কাছে
কবে শেষ নিঃশ্বাস? তারই কি কোন ইয়ত্তা আছে ?
২৭ আগস্ট ২০২০ ইং
নিতাইনগর, হাইলাকান্দি (আসাম-ভারত)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন