এপার-ওপার
।। রফিক উদ্দিন লস্কর।।
____________________
একই আকাশ একই মাটি
একই হাওয়া বয়,
মাঝখানে যার কাঁটাতারে
দুইটি সীমা হয়।
এদিক ওদিক ওড়ে পাখি
এপার-ওপার নাই,
একই ভাষায় কথাও বলে
ভালো লাগে তাই।
ইচ্ছে করে পাখির মতো
ঘুরতে ফিরতে বেশ,
মুক্ত ডানায় ভর করিয়ে
মুছতে সকল ক্লেশ।
এপার হতে দেখতে পারি
লোকের চলাচল,
একই নদীর উজান ভাটি
বুক ফোলানো জল।
আমার মায়ের মুখের ভাষা
দুইপারেতেও চলে,
দূর সীমানায় হাত বাড়িয়ে
কি যেনো যায় বলে।
____________________
১৪ সেপ্টেম্বর ২০২০ ইং
নিতাইনগর, হাইলাকান্দি
(আসাম-ভারত)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন