মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২০

গাঙচিল

                    গাঙচিল
            রফিক উদ্দিন লস্কর  
ঐ দেখো গাঙচিল ওড়ে ওড়ে যায়
পাখা মেলে আনমনে দূর সীমনায়।
শুধু বাংলা-ভারত নয় দেশ বিদেশে,
রাজ তার এখনই সাহিত্য আকাশে।
হাল ধরে দাদুসাহেব তাই পাখা শক্ত 
সবদিকে চেয়ে দেখি অগণিত ভক্ত।
গাঙচিল একা নয় আমাদের সবার
বিশুদ্ধ এক প্ল্যাটফর্ম সাহিত্য চর্চার।  
সংকল্প করি সবাই রাখিতে জারি,   
জন্মদিনে এইটুকু যেন করতে পারি।
হাতে হাত মিলিয়ে চলো যাই হেঁটে,
গাঙচিলের লগোটা অন্তরে সেঁটে।    

১৫ সেপ্টেম্বর ২০২০ইং
নিতাইনগর, হাইলাকান্দি (আসাম-ভারত)    
   

কোন মন্তব্য নেই:

একটি লাল গোলাপের দু'টি কলি

একটি লাল গোলাপের দু'টি কলি               রফিক উদ্দিন লস্কর  সদ্য প্রস্ফুটিত একটা লাল গোলাপ দিয়েছিলাম ভোরে, সূর্যোদয়ের আগে তোমাকে মনের হর...