শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২০

সবুজের মাঝে

.     সবুজের মাঝে
।। রফিক উদ্দিন লস্কর ।। 

একলা যখন চলতে থাকি
ভাবতে থাকি অপার,
মনের মাঝে লুকিয়ে থাকা
পাহাড় কতো কথার।

দূর সীমানায় হাত বাড়িয়ে
সবুজের মাঠ বুলায়,
একটুখানি জিরিয়ে নিতে
তাহার শীতল বায়।

ইচ্ছে করে হারিয়ে যেতে
তারই রূপের মাঝে,
হয়নি আমার কিছুই করা
মুখটি লুকাই লাজে।

নীলাকাশে তাকিয়ে দেখি
মেঘের ভেলাও নেই,
লাগছে বেশ সাফসুতরো 
হরিৎক্ষেতের মাঝেই।

১৮ সেপ্টেম্বর ২০২০ ইং
নিতাইনগর, হাইলাকান্দি (আসাম)






কোন মন্তব্য নেই:

ইদ এসেছে

  ইদ এসেছে      রফিক উদ্দিন লস্কর  (নিতাইনগর-হাইলাকান্দি-আসাম) আবির তুহিন উঠছে জেগে  সকাল সকাল আজ, গোসল করে আতর মেখে গায়ে নতুন সাজ। ইদে এসেছ...