শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২০

নরাধম

.                    নরাধম 
.          রফিক উদ্দিন লস্কর

তোমার ঘৃণার চশমাটা যদি খোলো
এই পৃথিবীকে দেখবে অনেক সুন্দর,
যদি বেআব্রু মুখটায় লাগাম টানো
দেখবে পৃথিবীটা ভালোবাসার বন্দর।
মিথ্যের পাহাড়ে তুমি হও হাতী বাঘ
জানি সত্যের দাবানলে হবে ছারখার,
হিংসার বাজারে কর প্রভাতফেরি
দয়ার ভুবনে জানি অবসান হবে তার।
বিভেদের প্রাচীর যতো করবে উঁচু
সম্প্রীতির কম্পনে তাহা পড়বে খসে,
যদি ঈর্ষার তির ছুঁড়ে ঘায়েল কর
আমি আনন্দঅশ্রু হয়ে হাসবো বসে।
পাথর হৃদয় জানি দয়াহীন থাকে
অধম হয়েও যদি চালাও ছোরা বুকে,
উত্তম হয়ে সেদিন রবো নিরুত্তর
মানবতার সন্ধানে ঘুরবো ভূলোকে।

২৬ সেপ্টেম্বর ২০২০ ইং
কাটলিছড়া, হাইলাকান্দি (আসাম-ভারত)

কোন মন্তব্য নেই:

সেই শহরে

.                সেই শহরে  .     ।।    রফিক উদ্দিন লস্কর   ।।  একটি শহরের ব্যস্ততম এক গলিতে  আমার ভাবনাগুলো পাতিকাকের মতো রোজ সকালে বৃষ্টি ক...