সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২০

ভদ্রতার বাইরে

.                 ভদ্রতার বাইরে
.            রফিক উদ্দিন লস্কর   

শকুনের মতো চোখ দু'টি পড়েছে যেথায়
জীবন্ত জীবেরও বিনাশ ঘটবে সেথায়।
হায়েনার মতো বসে যারা সুযোগে খোঁজে 
ওরা মিথ্যের মুখোশ পরে সবসময় যুঁজে। 
বোকা ভাবে সবাইকে যত্তসব ধূর্ত শেয়াল
অতি চালাকের গলায় দড়ি হয়নি খেয়াল। 
নিজের স্বার্থ করতে হাসিল অন্যের মাঠে
সভ্য সমাজে এমন দুরাচার কেমন খাটে!?   
মুখোশ পরে ওরা করে যায় তাদের দুর্নীতি
বড্ড কঠিন হয় বুজতে এদের মতিগতি।
ওরা মুখেমুখে তোমায় দিবে কতই আশা
বেলাশেষে দেখবে সব ছিলো মিথ্যায় ঠাসা।
অন্যের দোষ খুঁজা এটাই মাত্র ওদের কাজ
নিজে করে মন্দ কাজ নেই তাতে লাজ।
শুধু বড় বড় কথা বললে বড় হওয়া যায়না
সততা, আত্মবিশ্বাস হয় মনুষ্যত্বের রচনা।

২৮ সেপ্টেম্বর ২০২০ইং
কাটলিছড়া, হাইলাকান্দি (আসাম-ভারত)

কোন মন্তব্য নেই:

পাখি

.          পাখি । রফিক উদ্দিন লস্কর।  কপোত পাখি মেলছে পাখা ধরে রাখা দায়, নীল আকাশে উড়ে উড়ে দূরে চলে যায়। স্বাধীন পাখি মুক্ত বেড়ি হাসি ভরা মন...