মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২০

ডিজিটাল ভিখিরি

.               ডিজিটাল ভিখিরি 
.             রফিক উদ্দিন লস্কর   

আজকাল আছে কত ডিজিটাল ভিখিরি  
ফেসবুক আর ইউটিউবে দেখা পাই তারি।
কেও খুঁজে কমেন্ট বা করতে একটি লাইক
সত্যমিথ্যার ধার ধারেনা শতাধিক পাইক।
সাজুগুজু, পরিপাটি, আবার ভিখিরির দল! 
ডিএসএলআর বা স্মার্টফোন সহায় সম্বল।   
এমন বাহানা করে, ভাবে সব মানুষ বোকা
আজ মূল্যবোধ বিবর্জিত কত শত খোকা।
কেহ  হাটে সারাদিন ফেসবুকের পাতাতে
লাইক কমেন্টের টেনশন  ঘুরপাক মাথাতে।  
আজ ঘরে বসে ভিখিরিরা হাত পাতে বেশ
ওরা নেশায় পড়িয়া করে জীবনটাও শেষ।   
ওরা রাতারাতি বড়ো হওয়ার স্বপ্নে বিভোর    
সোনার ছেলেরারও আছে গলায় বহু জোর।  
সাংঘাতিক সাংবাদিক আর পাবেন গায়ক 
এই যুগের ভিখিরিরা কিন্তু পোশাকে নায়ক।  
পরের জমিনে বসতি গেড়ে করে অহংকার
ওদের মতো বুদ্ধিজীবির দেখা মেলা ভার। 

২৯ সেপ্টেম্বর ২০২০ ইং
কাটলিছড়া, হাইলাকান্দি (আসাম-ভারত)

কোন মন্তব্য নেই:

মনের বনে

       মনের বনে  রফিক উদ্দিন লস্কর  ভাবনার একটা পাহাড়  মনের বাড়ির পাশে, দেখতে তারে প্রতিদিন কতো মানুষ আসে। পাহাড় ঘেঁষা ঝরনাধারা  লোনা পানি ব...