শনিবার, ১৪ নভেম্বর, ২০২০

গুচ্ছ লতিফা

(বাংলা লতিফা- রফিক উদ্দিন লস্কর)     
১.
           অমানুষ
  রফিক উদ্দিন লস্কর  
_____________________
মানুষ কখন অমানুষ হয়
বলতে পার কেহ!
বিবেক যার শূন্য কোটায়
আস্ত থাকে দেহ।
এই সমাজে দেখতে পাই
তাকে অহরহ।
____________________
২.
   হরেক রকম ভাবনা
________________________
মনের মাঝে পাক খেয়ে যায়
হরেক রকম ভাবনা ,
কেউ জেদ ধরে বসে থাকে
এক্কেবারে ছোঁবনা।
ভাবের ঘরে যে বসতি করে  
কাউকে ধরা দেয়না।
_________________________

৩.
অথচ সময়ের সাগরে 
_______________________________
সময়ের এক সাগরে  নিত্য করি বাস
ঢেউয়ের সাথে মিতালি আছে বারোমাস।     
হাসিকান্না পাথেয় করি অবিরাম চলা,
হিসেবের যে গরমিল আছে যায়নি বলা।   
বর্তমানের সারাংশে শুধু করি ভরসা 
জানিনা ভবিষ্যতে হবও কি ফরসা।
_______________________________

৪.
                চেয়ে দেখি
_____________________________
জানালা খুলে চোখ ভরে চেয়ে দেখি 
ভোরের সোনালী আলো,
সুনীল আকাশে হৈমন্তীর ধবল মেঘ
উড়লে লাগে বেশ ভালো।
সমুখ দিয়ে চলা খেটে খাওয়া লোক
মুখটা তার ভীষণ কালো।
_____________________________
৫.
                 জীবনকথন
_______________________________________
জীবনের সারাটা সময় সুস্বাদু ফলের মতো নয় 
একাকীত্ব, তিক্ত,বিরক্ত, ধুলোমাখারও সে হয়।
ক্লান্ত পথিক, বহুদূর হেটে যায় বিশ্বস্ত মোহনায়,  
জোয়ারে ভেসে আসা কোন এক প্রান্তিক বেলা
মুক্ত বাতাসে ঘুর্নায়মান দর্শকহীন দুর্বার খেলা।
ফুল- ফল,পাখি আর সবুজের সমারোহ দেখে 
মানুষ তার অদৃশ্য হাতে জীবনের রেখা আঁকে।
_______________________________________
৬.
                   স্বার্থের কথকতা 
_______________________________________
যদি খুঁজি পাবো মানুষের শরিরে স্বার্থের ব্যাধি,
এই জগতে স্বার্থ হলো বড়ো ঘৃণিত এক উপাধি।
আস্ত মহাপৃথিবী বড় নিষ্ঠুর এক স্বার্থপরের ঘর,
স্বার্থের খেলায় আপন হয় আজ আপনের পর।
স্বার্থপরতা না হয় কর তুমি গৃহের আপন স্বজন,
আসলে স্বার্থের খেলায় চলে একা-একা ভোজন।
_________________________________________
৭.
                    প্রশ্নের আবর্তে 
____________________________________
রোজকার মতো তুমি আমি পাশাপাশি হাঁটি
অথচ ফেলে আসা আমাদের ছায়া শুধায়, 
সিগন্যাল পেরিয়ে যখন মনের অরণ্যে ঢুকি
শুধু একটাই প্রশ্ন আমাদের গন্তব্য কোথায়?
বারবার বিরক্ত করে অপরাধী নয়নযুগল
বুকের ভেতর নোনা চাপ নীরবে কাতরায় ।
_____________________________________
৮.
                সুযোগের শিকারি
____________________________________
অন্ধকারে ওঁৎ পেতে থাকে একদল শিকারি
যাদের দুটি লাল চোখের দৃষ্টি সুদূরপ্রসারী। 
লকলকে জিভ খুঁজে বেড়ায় একটা সুযোগ
কান খুঁচিয়ে যে আনন্দ সারাদিন হবে ভোগ।
বাচবিচারের ঊর্ধ্বে তারা বিপরীত জাতের
এমনটা হলেই হলো দরকার একটি পাতের।    
_____________________________________
৯.
          পাজরভাঙ্গা সমাজ
_____________________________
পাজরভাঙ্গা সমাজে হাঁটতে হাঁটতে
যখন নীল আকাশের দিকে তাকাই,
হৃদয়ে নাড়া দেয় বিশৃঙ্খল অনুভূতি
সমাজ পুড়ার কিছু বিকট গন্ধ পাই।     
কালচে ধোঁয়ায় একাকার পরিবেশ
নীল সবুজের দৃশ্য একদম নিঃশেষ। 
________________________________
১০.
           বিপন্ন-মানবতার ভেতর
__________________________________
যেতে হবে বিপন্ন-মানবতার ভেতর দিয়ে
আগামী ডাকছে শুধু বরফের মতো হয়ে।
যুগের অগ্রদূত অদম্য মনোবল হাতিয়ার
হে বীর, এগিয়ে চলো সময় নাহিক আর।
সাম্যের মন্ত্র বিলিয়ে দিতে সময়ের দাবি,
কালের চক্র ঘুরবে জানি হাতে লও চাবি।
_____________________________________
১১.
                         শাবল চালাও
___________________________________________
বিভেদের প্রাচীরে শাবল চালাও গুড়িয়ে ফেলো সব
আমরাই পারি জন্ম দিতে নতুন সভ্যতার উঠাও রব।
সমাজ হন্তারকের হবে অবসান নতুনের আয়োজনে
আমরা নবীন রবি উদিব ভোরে সকলের প্রয়োজনে।
আমাদের হাত ধরে ঘোর অমানিশারও হবে অবসান
সাম্যের বাণী বিলিয়ে দেবো বিশ্ব পাবে সজীব প্রাণ।  
___________________________________________
১২.
                 চলরে আগে চল
_____________________________________
হিতাহিতজ্ঞান নিয়ে ভাই চলরে আগে চল
তাড়িয়ে দেবো সমাজ হতে দুষ্টুদের সব দল। 
আমরা পারি গড়তে এক নতুন বসতভিটে
ভয় করিনা জয় করিব দেয়াল লাগুক পিঠে।  
সত্যযুগের শপথ নিয়ে করতে হবে কাজ
আর কতদিন মুখ লুকাবো পেয়ে এতো লাজ।
_____________________________________
১৩.
             হতে হবে যত্নশীল
_______________________________
ভোরের সূর্যটা বলে দেয় দিনের হাল
হোক সে মেঘের আড়াল নাহয় লাল।  
নিশ্চিতে কাজ শুরু অনিশ্চয়তা নেই
সংকল্প নিয়ে যদি কাজেতে হাত দেই।
মনোযোগ ও একাত্ম কাজে দেয় গতি
আর হতে হবে যত্নশীল সময়ের প্রতি। 
________________________________

কোন মন্তব্য নেই:

সেই শহরে

.                সেই শহরে  .     ।।    রফিক উদ্দিন লস্কর   ।।  একটি শহরের ব্যস্ততম এক গলিতে  আমার ভাবনাগুলো পাতিকাকের মতো রোজ সকালে বৃষ্টি ক...