শুক্রবার, ১৫ মে, ২০২০

শব্দের ভেলা (সাপ্তাহিক সাহিত্য পত্রিকা) বর্ষ-০২, সংখ্যা -০৩, ১৪ই এপ্রিল ২০২০ ইং

প্রকাশিত হলো ''শব্দের ভেলা'' 'সাপ্তাহিক সাহিত্য পত্রিকা' বর্ষ-০২, সংখ্যা-০৩, ১৪ই মে ২০২০, এই সংখ্যায় লিখেছেন -
কবি মো: আলমগীর হোসেন, কবি রাবাত রেজা নূর , কবি শ্যামল বণিক অঞ্জন,  কবি অসীম কুমার মন্ডল, কবি গোলাম অাযম,  কবি হাসু কবির,  কবি  পলাশ দাস,  কবি আশরাফ আলী চারু, কবি সদীপ্তা বিশ্বাস দত্ত,  কবি অনুভব অধিকারী,  কবি  এম বদরুল ইসলাম প্যাটেল,  কবি  কাকলী দাস ঘোষ, কবি মানবেশ মিদ্দার,  কবি মোহাম্মদ তানজিম ইসলাম জিহাদ,  কবি জয়নুল ইসলাম বড়ভূইয়া, কবি আশুতোষ দাস, কবি  সুজা মজুমদার ও কবি রফিক উদ্দিন লস্কর।    








কোন মন্তব্য নেই:

খোকন রাজা

খোকন রাজা   রফিক উদ্দিন লস্কর  খেলার ছলে  ছোট্ট খোকন ভাবতো নিজেই রাজা, সে পোকা মাকড় ধরে এনে দিতো খুবই সাজা। কেউ কখনো বললে কিছু করতো খুবই রাগ...