শনিবার, ১৪ নভেম্বর, ২০২০

বখাটে ছেলে

বখাটে ছেলে
  রফিক উদ্দিন লস্কর   
_____________________
কিছু আছে বখাটে ছেলে
নিজেকে ভাবে সেরা,
পশুর মতো আচরণ তার
মানব চর্মে ও ঘেরা।

দাম্ভিকতার চরম সীমায়
সবকে ভাবে বোকা,
নিজের স্বার্থ হাসিল করে
সরলতায় দেয় ধোঁকা।

নিজের কিন্তু মুরুদ নেই
পরের মাঠে চষে,
অর্থলিপ্সু ও ধূর্ত পাঁজি    
ওঁৎ পেতে সে বসে।

নিজে ভাবে বেশ করেছে
সবটুকুতে সফল,
অন্তরে যার হিংসা পোষা
সবখানে সে বিফল। 

পরহিংসা আর পরনিন্দা
স্বভাবগত দোষ,
অন্য কার দেখলে ভালো    
হয়নি মোটেই খোশ।

সুশিক্ষারও ঘাটতি আছে    
তাই করছে এমন,
মূল্যবোধের শিক্ষা ছাড়া
নিকৃষ্ট হয় সে জন।
________________________
১৪ নভেম্বর, ২০২০ ইং
নিতাইনগর, হাইলাকান্দি (আসাম-ভারত)    




   

কোন মন্তব্য নেই:

সেই শহরে

.                সেই শহরে  .     ।।    রফিক উদ্দিন লস্কর   ।।  একটি শহরের ব্যস্ততম এক গলিতে  আমার ভাবনাগুলো পাতিকাকের মতো রোজ সকালে বৃষ্টি ক...