মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২০

সুমতি হোক

         সুমতি হোক
   রফিক উদ্দিন লস্কর  
____________________
অন্যকে যারা খাটো করে
হয় যে ভীষণ খুশি,
ইচ্ছে করে তাদের নাকে 
বসিয়ে দিতে ঘুষি।

পরের কাজে মন্দ খোঁজে
যারা সারাবেলা,
নিজ কাজের হিসেব কষে
যখন পড়ে ঠেলা।

পরের গায়ে থুথু ও ছুঁড়বে
জন্মগত স্বভাবে,
ভালো তার পায় না শোভা 
নৈতিকতার অভাবে। 

সভ্যসমাজে মুখোশ পরে
করে যারা বিচরণ,
করতে পরের অনিষ্ট কাজ
লেগে থাকে সর্বক্ষণ।

পরের ঘরে আগুন দিয়ে
জ্বালায় যারা চাল-খড়,
ইচ্ছে করে তাদেরই গালে
কষে দিতে এক চড়।

ভালো মানুষ ভালই আছে
মন্দ লোকের দুর্গতি,
আলোর পথে ফিরুক ওরা 
হোক তাদের সুমতি।  
_____________________
১৭ নভেম্বর ২০২০ ইং
নিতাইনগর, হাইলাকান্দি
(আসাম - ভারত)

কোন মন্তব্য নেই:

সেই শহরে

.                সেই শহরে  .     ।।    রফিক উদ্দিন লস্কর   ।।  একটি শহরের ব্যস্ততম এক গলিতে  আমার ভাবনাগুলো পাতিকাকের মতো রোজ সকালে বৃষ্টি ক...