বুধবার, ১৮ নভেম্বর, ২০২০

ভেবে দেখো

.           ভেবে দেখো 
.      রফিক উদ্দিন লস্কর  
______________________
যেদিন তোমার খসবে মুখোশ
চিনবে সকল লোকে,
লোভের চশমায় জমবে ধূলো
বাড়বে ব্যথা বুকে।

পাহাড় সমান আশার গাড়ির
খুলবে যেদিন চাকা,
বেরিয়ে যাবে সকল তোমার
যাহাই ছিলো ঢাকা।

কথার কথায় যদ্দিন তোমার
ফুলিয়ে উঠতো বুক,
আর ভাবতে শুধু নিজেই বড়
আছে খোলা চোখ।  

চারপাশেতে চলতো তোমার
অবাধভাবে বিচরণ,
স্বার্থের জন্য ভাঙতে পারতে
সাধাসিধে কত মন।

তুমি একবার ভাব আপনমনে
এসব তুমি করছ কি?
মুখোশ পরে কত লোক ঠকে
নিজ চিতায় দিচ্ছ ঘি।
________________________
১৮ নভেম্বর, ২০২০ইং
নিতাইনগর, হাইলাকান্দি
(আসাম-ভারত)

কোন মন্তব্য নেই:

ইদ এসেছে

  ইদ এসেছে      রফিক উদ্দিন লস্কর  (নিতাইনগর-হাইলাকান্দি-আসাম) আবির তুহিন উঠছে জেগে  সকাল সকাল আজ, গোসল করে আতর মেখে গায়ে নতুন সাজ। ইদে এসেছ...