সোমবার, ৭ ডিসেম্বর, ২০২০

জীবন গাড়ি

.          জীবন গাড়ি 
.    রফিক উদ্দিন লস্কর  

জীবন নামের একটা গাড়ি
চলছে অবিরাম,
এপাশ ওপাশ ছুটছে শুধু
পায়নি খুঁজে ধাম।     

মনের পথে চলতে থাকে
ভাবনা সকল যাত্রী,
সুখে দুখে আছেই তারা  
সকাল সন্ধ্যা রাত্রি।

বৃষ্টি বাদল হিমেল হাওয়া
হলেও প্রতিকূল,        
হাওয়ার গাড়ি এগিয়ে চলে
ভেঙে সকল ভুল।

আশার বাড়ি পৌঁছতে গাড়ি
চলছে সূদুর পানে,
কোথায় আছে সেই বাড়িটা       
ঠিকানা কেউ জানে!

এমনি করে একদিন গাড়ির
বন্ধ হবে চাকা,
আশার বাড়ির উঠোনখানিও
রবে সেদিন ফাঁকা।     

৭ ডিসেম্বর, ২০২০ ইং
নিতাইনগর, হাইলাকান্দি (আসাম-ভারত)    

    

কোন মন্তব্য নেই:

ইদ এসেছে

  ইদ এসেছে      রফিক উদ্দিন লস্কর  (নিতাইনগর-হাইলাকান্দি-আসাম) আবির তুহিন উঠছে জেগে  সকাল সকাল আজ, গোসল করে আতর মেখে গায়ে নতুন সাজ। ইদে এসেছ...