সোমবার, ২১ ডিসেম্বর, ২০২০

ক্লান্ত পথিক

.        ক্লান্ত পথিক
.  রফিক উদ্দিন লস্কর
____________________
জীবন খাতার প্রতিটি সন
নতুন পাতা গজায়,
লাল-সবুজের সমারোহে
জীবন চলে যায়।

হাত বাড়িয়ে সময় ডাকে
আমার দিকে আয়,
ব্যস্ত দিনের কাজের মাঝে
নিজেকে যে হারায়।

হয়নি বলা কারও সাথে
মনের সকল কথা,
চোখ ফিরায়ে চেয়ে দেখি
সময় নাহি তথা।

ক্যালেন্ডারের প্রথম পাতা
বদলেছে তার রূপ,
তাই দেখে আজ গতকাল
বেদনাতে নিশ্চুপ।

ক্লান্ত পথিক ছুটছে তবুও
ঘড়ির কাঁটার মতো,
কুড়িয়ে নিতে আশার ফল
হাতের কাছে যতো।
____________________
২১ ডিসেম্বর, ২০২০ইং
কাটলিছড়া, হাইলাকান্দি (আসাম-ভারত)

কোন মন্তব্য নেই:

বিশ টেখি মাল

বিশ টেখি মাল রফিক উদ্দিন লস্কর  গাঁওর বেটিন বিয়ান অইলে  টাউনর অবায় যাইন, হরেক মালর দোকান আইছে বিশ টেখায় পাইন।। দুই জাল মিলিয়া একদিন টাউনও মা...