বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০২০

ভেবে দেখো

.        ভেবে দেখো
.   রফিক উদ্দিন লস্কর   

জীবন নামের একটা গাড়ি
চলছে যে হরদম,
কখন ওঠে জোর গতি তার
কখনও ওঠে কম।

হিসেব করে চালাতেও হয়
ভাঙাচোরা রাস্তা,
শেষ ঠিকানা পৌঁছে যাবার   
করা যায় কি আস্থা!

কখন কোথায় থামবে গাড়ি
আসলে পরে ঝড়, 
পথের মাঝে থাকার মতোই
আছে কি কোন ঘর? 

তেল বিহীন এই গাড়ি চলে
হাওয়ায় করে ভর,
ফুরিয়ে গেলে হাওয়া তারই
হয় যে সকল পর।

ভেবে চিন্তে চালাতে হবে
সময় হাতে কম,
রইবে পড়ে জীবনের গাড়ি
ফুরিয়ে গেলে দম।।

৩১ ডিসেম্বর ২০২০ ইং
নিতাইনগর, হাইলাকান্দি
(আসাম-ভারত)   
    

কোন মন্তব্য নেই:

স্বপ্নটা সত্যি হোক

.   স্বপ্নটা সত্যি হোক ।। রফিক উদ্দিন লস্কর ।।  আমার একটা স্বপ্ন আছে শান্ত শহর গড়তে, মন্দ লোকের মন্দ স্বভাব   চায় শুধু লড়তে। সভ্য জাতির বিজয়...