বৃহস্পতিবার, ১১ মার্চ, ২০২১

ভোটের হাওয়া

.    ভোটের হাওয়া
. রফিক উদ্দিন লস্কর
  
ভোট এলো ভাই ভোট
আছে গদির লোভ,
স্বার্থের জন্য ভাঙে গড়ে
হরেক রকম জোট।

দেশেতে অকাল বড়ো
সাম্য, ন্যায়-নীতির,
সবখানেতে চলছে দাপট
হরিলুট ও দুর্নীতির ।

শীত মরসুমে নেই শীত
দেশের হাওয়া গরম,
গদির লোভে নেতাদের
দ্বন্দ্বটা তাই চরম।

কেয়ার করি না কোনকিছু
আসনটি আমার চাই,
নীতির কথা নেই মনেতে
শত্রুর গান গাই।

ভাগ্যে কাহার জুটবে গদি  
আশা-নিরাশার দোল,
হন্যে হয়ে  খুঁজে ফেরে
নেতা-নেত্রীর কোল।

খাওয়া দাওয়ার ঠিক নেই
নিদ গেছে যে টুটে,
টাকার গাছ সামনে আছে
নানা ফুল ফোটে ।

১১ মার্চ, ২০২১ইং
নিতাইনগর, হাইলাকান্দি
(আসাম-ভারত)   

কোন মন্তব্য নেই:

খোকন রাজা

খোকন রাজা   রফিক উদ্দিন লস্কর  খেলার ছলে  ছোট্ট খোকন ভাবতো নিজেই রাজা, সে পোকা মাকড় ধরে এনে দিতো খুবই সাজা। কেউ কখনো বললে কিছু করতো খুবই রাগ...