বুধবার, ১০ মার্চ, ২০২১

খেলা হবে

.         খেলা হবে
.  রফিক উদ্দিন লস্কর   

আসছে কাছে নির্বাচন
এলোমেলো জনগণ,
গ্রাম শহর যে বিকট রবে 
বলছে সবাই খেলা হবে।

জমবে খেলা ইভিএমেতে
টিপ মারুন বোতামটাতে
হিসেব কষবেন প্রার্থী সবে
বলছে সবাই খেলা হবে। 

সাঙ্গপাঙ্গ সব যখন জমে
প্রচারাভিযান জোর কদমে
হারের ভয়টা নেই তবে!
বলছে সবাই খেলা হবে।    

চায়ের দোকান হাট-বাজার
ভোটের গল্পে একাকার
আমার দল যে এগিয়ে রবে 
বলছে সবাই খেলা হবে।

দলের টিকিট হাতে পেলে
জয়ের  আভাস প্রায় মেলে    
ভোটের দিনটা আসছে কবে?
বলছে সবাই খেলা হবে।

উন্নয়নের বইবে জোয়ার
সব দলের শ্লোগান এবার 
বাস্তবে তা আসছে কবে?
বলছে সবাই খেলা হবে।      

ভোট আসবে ভোট যাবে
আশার কতো টনিক খাবে 
শুধু একটা কথা মনে রবে
বলছে সবাই খেলা হবে।    

১০ মার্চ ২০২১ ইং
নিতাইনগর, হাইলাকান্দি
(আসাম-ভারত)   

কোন মন্তব্য নেই:

খোকন রাজা

খোকন রাজা   রফিক উদ্দিন লস্কর  খেলার ছলে  ছোট্ট খোকন ভাবতো নিজেই রাজা, সে পোকা মাকড় ধরে এনে দিতো খুবই সাজা। কেউ কখনো বললে কিছু করতো খুবই রাগ...