সোমবার, ৮ মার্চ, ২০২১

নারী

.                নারী
.    রফিক উদ্দিন লস্কর   

যার কারণে দেখলাম আমি
এই পৃথিবীর আলো
যার উদরে নয়টি মাস কাল
ছিলাম অনেক ভালো। 

একজন নারী ছিলেন যিনি
নাড়ির সাথে টান,
মা নামেতে ডাকতে পেরে
শান্তি হতো  প্রাণ।

নারী আমার ভগ্নি যে হয়
নির্ভরতার সুখ,
শুকনো মুখে হাসিও ফুটে
দেখলে বোনের মুখ।

নারী আমার হয় যে জায়া
ভালোবাসার ঘর,
স্ত্রী ছাড়া জীবনটা যেনো     
এক ধূ-ধূ বালুচর।

নারী কন্যা হয়  অনন্যা 
বাবার পরম ধন,
মেয়ের মাঝে মায়ের রূপ
তৃপ্ত করে মন।

০৮/০৩/২০২১ ইং
নিতাইনগর,  হাইলাকান্দি (আসাম-ভারত)   

কোন মন্তব্য নেই:

স্বপ্নটা সত্যি হোক

.   স্বপ্নটা সত্যি হোক ।। রফিক উদ্দিন লস্কর ।।  আমার একটা স্বপ্ন আছে শান্ত শহর গড়তে, মন্দ লোকের মন্দ স্বভাব   চায় শুধু লড়তে। সভ্য জাতির বিজয়...