মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২১

আফসোস

.       আফসোস
রফিক উদ্দিন লস্কর
   
কিছু কথা কিছু ব্যথা
কখনও বলা যায়না,  
মনের ঘরে বসত করে
কেউ দেখতে পায়না।

যার জ্বালা সে-ই বুঝে
অন্য কেউ কি বুঝে!
শান্তনার  শীতল ছোঁয়া 
রাত বিরেতে খোঁজে।

ব্যথার পাহাড় বক্ষে ধরে
দেয় অজানায় ছুট,
অসুখ নামের দস্যু এসে
সব করে নেয় লুট।

নিঝুম রাতে অশ্রু রাশি
গড়ায় চোখের কোনে,     
চেপে রাখা আর্তধ্বনি
কেউ কি আর শুনে।

ফেলে আসা দিনগুলো যে
ভাবায় বারেবার,
ভালোই ছিল ছোট্ট কালে
সুখ ছিল অপার ।
      
২৩ ফেব্রুয়ারি, ২০২১ ইং
নিতাইনগর, হাইলাকান্দি( আসাম-ভারত)    

 

কোন মন্তব্য নেই:

খোকন রাজা

খোকন রাজা   রফিক উদ্দিন লস্কর  খেলার ছলে  ছোট্ট খোকন ভাবতো নিজেই রাজা, সে পোকা মাকড় ধরে এনে দিতো খুবই সাজা। কেউ কখনো বললে কিছু করতো খুবই রাগ...