. মানুষ যখন অমানুষ
. রফিক উদ্দিন লস্কর
লোভের বশে কতো মানুষ
চোখ থাকিতেও অন্ধ,
স্বার্থের জন্য লাগাতে পারে
সুশীল সমাজে দ্বন্দ্ব।
সমাজটা যাক না রসাতলে
আমার যায় কি আসে?
ভরবো একাই আমার পেট
সবকিছুও যাক নাশে।
এমন মানুষ এই সমাজেও
ঘুরছে প্রতি রোজ,
সুখ আয়েশে দিনটা কাটায়
লয়নি দুখির খোঁজ।
ভালো মানুষও হয় যে মন্দ
তাদের কবলে পড়ে,
দয়া মায়া যে দেয় বিসর্জন
একচুলও না নড়ে।
লোভীর হাতে হাত মেলায়
লোভী আরও কত!
তাদের জন্য সুস্থ সমাজে
রয় চিরকাল ক্ষত।
মানুষ যখন হারিয়ে ফেলে
লজ্জা শরম বোধ,
ভালো কথায় মন্দ খোঁজে
বাড়ে মনের ক্রোধ ।
মানুষ যখন হয় অমানুষ
বিবেকও যায় হেরে,
হিংস্রতার পসরা সাজিয়ে
ফেরি করে ফেরে।
১৪ মার্চ ২০২১ ইং
নিতাইনগর, হাইলাকান্দি (আসাম-ভারত)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন