শনিবার, ৩ এপ্রিল, ২০২১

শূন্য

.            শূন্য
.    রফিক উদ্দিন লস্কর 

জীবনের অঙ্কে ভুল সিদ্ধান্তে
কতো হতাশার জন্ম হয়,
প্রতিদিন তার সমাধান খুঁজে
গরমিলে শুধু কাটে সময়।

যোগ বিয়োগের হিসেব কষে
পিছন ফিরে যখন তাকাই, 
ভাগ পূরনে ভাই গোলকধাঁধা 
শূন্য ছাড়া সমাধান নাই।

জীবনের পরিমিতি সূত্র ছাড়া 
হন্যে হয়ে খুঁজে সমীকরণ,
জ্যামিতির মাপ বুঝেনা যখন
থাকে কি মনে বছর সন! 

সময়ের গতিতে দূরত্ব বাড়ে
পুর্নিমা অমাবস্যার মতো
ভাবুক মনটা ভাবতেই থাকে
বদ্ধ ঘরে বসে অবিরত। 

৩ এপ্রিল ২০২১ ইং 
নিতাইনগর, হাইলাকান্দি (আসাম-ভারত) 

কোন মন্তব্য নেই:

স্বপ্নটা সত্যি হোক

.   স্বপ্নটা সত্যি হোক ।। রফিক উদ্দিন লস্কর ।।  আমার একটা স্বপ্ন আছে শান্ত শহর গড়তে, মন্দ লোকের মন্দ স্বভাব   চায় শুধু লড়তে। সভ্য জাতির বিজয়...