. স্বাগত মাহে রমযান
. রফিক উদ্দিন লস্কর
একটি পেরিয়ে এল পাক রমজানেরই মাস,
সব পাপাচার ভুলে মানুষ সুখে করুক বাস।
এ রমযানে গঠন করো তাক্বওয়াপূর্ণ জীবন,
যেমন পার পাক-সাফ করো আপন দেহ মন।
এই মাসেরই প্রথম দশদিন রহমতে ভরপুর
পূণ্য দিয়ে বন্ধ করবো সকল পাপের দোর।
রহমতেরই দিনে যারা রাখবে সকল রোজা,
পরকালের শাস্তি হতে কমবে তাদের বোঝা।
এ মাসে আত্মার সাথে আত্মার হোক মিলন,
দীন দুঃখি ও অসহায়ের সমান দিবস-যাপন।
এ মাসেরই মাঝের দশে আছে মাগফেরাত,
ক্ষমা চেয়ে আল্লাহর কাছে হব সকল কাত।
এ মাসেতে ক্ষমা চাওয়ার আছে সঠিক সময়,
ভালোর পথে ফিরে এসে নিজকে করো জয়। এই রমযানেতে করবো সবে সুদ-ঘুষ বর্জন,
প্রেম-প্রীতি আর ভালোবাসায় ভরবে এ ভুবন।
এই মাসেরই শেষের দশে নাজাত আছে ধার্য
দোজখ হতে রক্ষা পেতে করবো সকল কার্য।
১৩ এপ্রিল ২০২১ ইং
নিতাইনগর-হাইলাকান্দি (আসাম-ভারত)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন