মঙ্গলবার, ২০ এপ্রিল, ২০২১

একবার ভাবুন

.        একবার ভাবুন 
.    রফিক উদ্দিন লস্কর 

চলে যাবো একদিন জানি
এই পৃথিবী ছেড়ে,
নিথর দেহ সেদিন আমার 
রইবে গোরে পড়ে।

প্রতিবেশী আত্মীয় স্বজন
আসবে দলেদলে, 
জানাজাতে শরিক হবেন 
ভাগ্য ভালো হলে।

সোনার দেহ থাকবে পড়ে
মাটির তৈরি কবরে,
আমার যত্নে গড়া দেহখানা 
খাবে পোকায় ধরে।

যেই দেহটা নিয়ে দুনিয়ায় 
বড়াই করে চলি,
একদিন দেহের সকল অঙ্গ
যাবে মাটিতে গলি।

আজ ক্ষমতারই বলে আমি
ন্যায়নীতি সব ছেড়ে,
জোর জুলুমে নিচ্ছি প্রায়শই 
পরের  হক কেড়ে।

অবুঝ এই মন বুঝবে কবে 
অহংকার সব ভুলে,
খোদার  দ্বারে চাইতে ক্ষমা
পাপী দু'হাত তুলে।

চিন্তা করো থাকতে সময় 
চলো সোজা হয়ে,
আঁকড়ে ধরো কুরান সুন্নাহ
মহান খোদার ভয়ে।

২০ এপ্রিল ২০২১ইং 
নিতাইনগর, হাইলাকান্দি (আসাম-ভারত) 

কোন মন্তব্য নেই:

খোকন রাজা

খোকন রাজা   রফিক উদ্দিন লস্কর  খেলার ছলে  ছোট্ট খোকন ভাবতো নিজেই রাজা, সে পোকা মাকড় ধরে এনে দিতো খুবই সাজা। কেউ কখনো বললে কিছু করতো খুবই রাগ...