. শুনে যাও
. রফিক উদ্দিন লস্কর
জমিন ডেকে বলছে আমায়
আস্তে চলো ভাই পথ,
তুমি কিসের এতো দম্ভ করো
চড়ে আমার বুকের রথ।
তোমার সৃজন আমার থেকে
রূপের অবয়বও পেলে,
একদিন তোমায় আসতে হবে
আমার ভিতরে চলে।
কিসের করো এতো অহংকার
আর কিসের বাহু-বল,
সেদিন ও কি তোমার বাহাদুরি
থাকবে আর সচল!?
তুমি চোখ থাকিতে অন্ধ ছিলে
কান থাকতেও কালা,
রবের বিধানে ছিলোনা গুরুত্ব
করতো গায়ে জ্বালা।
এখন আমার উদর কেমনে হবে
তোমার সুখের বিছানা,
যেদিন সুস্থ অন্তরে তালা ঝুলিয়ে
গড়লে জালিম আস্তানা।
এখনও কি তোমার অন্তরাত্মা
প্রভুর জন্য কাঁদেনা!
ভাই যেটুকুন সময় হাতে আছে
তওবাহ্ ছাড়া হবেনা।
২৩ এপ্রিল ২০২১ইং, নিতাইনগর, হাইলাকান্দি (আসাম-ভারত)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন