রবিবার, ২৫ এপ্রিল, ২০২১

আগামীর লালসালু

.                     আগামীর লালসালু 
.                    রফিক উদ্দিন লস্কর 
পথের ধারে দেখেছি পাহাড়ি ফুলের সারিতে
রোজই প্রস্ফুটিত হয় বাহারি গোলাপ
যেমনটা বাড়ির বারান্দায় সযত্নে টবের মাঝে,
নিঃশ্বাসে, নিঃসন্দেহে, নিঃসংকোচে সুবাস ছড়ায়।
পাপড়ির আড়াল থেকে নিজেই খোলাসা করে 
শব্দের ঝংকার আর কিছু মিঠেকড়া সত্যতা। 
দিনযাপনের সংগ্রাম, সামিল হয় শহর গ্রাম 
কাঁধের ঝুলি থেকে সামান্য সময় বের করে
ঝাঁপিয়ে পড়ে নিত্য নৈমিত্তিক ওরা...
আমাদের সুন্দর পৃথিবীকে আরও সুন্দর করতে।  
.                           ★★★★★★★★
(২৫ এপ্রিল ২০২০ ইং, নিতাইনগর-হাইলাকান্দি।) 

কোন মন্তব্য নেই:

খোকন রাজা

খোকন রাজা   রফিক উদ্দিন লস্কর  খেলার ছলে  ছোট্ট খোকন ভাবতো নিজেই রাজা, সে পোকা মাকড় ধরে এনে দিতো খুবই সাজা। কেউ কখনো বললে কিছু করতো খুবই রাগ...