. কঠিন সত্য
. রফিক উদ্দিন লস্কর
আজও আমি খুঁজিয়ে বেড়াই
সত্যের কোথায় রয়ছে বাস,
যেথায় তাকাই সেথায় দেখি
মিথ্যা সত্যকে করে পরিহাস।
মিথ্যাকে সবাই আঁকড়ে ধরে
সত্যকে ভাসায় অথৈ জলে ,
বাকযুদ্ধের কত প্রতিযোগিতা
রোজ চলে এই ধরণী তলে।
সত্য যে আজ বিষের পেয়ালা
হজম করাটাও বিষম দায়,
মিথ্যের প্রসাদ যে সহজলভ্য
হাত বাড়ালেই পাওয়া যায়।
মিথ্যেরা আজ এই পৃথিবীতে
নিজের আসনে মহান রাজা,
সত্যেরা শুধুই পায়চারি করে
নিত্য সয় তারা কঠোর সাজা।
২৭ এপ্রিল ২০২১ইং
নিতাইনগর, হাইলাকান্দি (আসাম-ভারত)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন