বড়মিঞা
. রফিক উদ্দিন লস্কর
শহরের এক বড়মিঞা
গ্রামে গ্রামে ঘুরছেন
এবার না'কি নির্বাচনে
নমিনেশন দিয়েছেন।
পেয়েছেন আজব মার্কা
`শাবল` না`কি নাম
প্রতীকচিহ্ন চিনিয়ে দিতে
ঝরছে ঘায়ের ঘাম।
মিঞাবাড়ির আশেপাশে
টাকা নাকি উড়ছে,
হায়রে কতো পাতিনেতা
পিছে পিছে ঘুরছে।
ব্যবসা করে মিঞাসাহেব
মেলা টাকা কামাইছে,
দেশদরদী মনটা এবার
ইলেকশনে নামাইছে।
ব্যবসা আছে হরেকরকম
মস্তবড় ঠিকাদার,
রোজদিনেতে কতো মিটিং
ডায়েরিতে লিখা তাঁর।
নাম নাকি খুব কামাইছে
রডের বদলে বাঁশ দিয়ে,
মিঞাবাবুর মেজাজ ভালো
দিব্যি আছেন হাসি নিয়ে।
করতে সেবা দশ ও দেশের
নির্বাচনে দাঁড়াইছেন,
প্রতিযোগী সব প্রার্থী এবার
হাড়ে হাড়ে বুঝতাছেন।
২৪মার্চ ২০২০ ইং
নিতাইনগর, হাইলাকান্দি
(আসাম-ভারত)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন