প্রেরকঃ
রফিক উদ্দিন লস্কর
পিতা-মৃত, আলী রাজা লস্কর
গ্রাম ও পোঃঅঃ- নিতাইনগর
থানা ও জেলা- হাইলাকান্দি (আসাম-ভারত)
পিন- ৭৮৮১৫৫, মোবাইল- +919101499130
তারিখ- ৮ মে ২০২১ ইং
_____________________________________
. মহামারির ঈদ
. রফিক উদ্দিন লস্কর
করোনাকালে খুশির ঈদটা কষ্ট নিয়ে এলো,
ভয়ের মাঝে সময় চলে সুখ কি কেউ পেলো?
আপনজনের ডাকে এবাব সাড়া নাহি মেলে
ঈদের খুশি আজ মহামারি দিচ্ছে দূরে ঠেলে।
লকডাউনে বৃদ্ধ মা-বাপ আশায় বসে আছে,
বুকের মানিক বাড়ি আসে বসবে তাঁর কাছে।
নিয়তি তুই কেমন করে আজ এত নিঠুর হলে?
নীরবে বসে দেখছো তা মায়ের চোখের জলে।
নতুন কাপড় নতুন জামা শিশুর কতই আশা,
আজ সব আশারই গুড়ে বালি স্তব্ধ হলো ভাষা।
শুভক্ষণে কোলাকুলি নেই করতে আছে মানা
সবার সাথে থাকতে ভালো বন্ধ কাছে টানা।
আশা আছে তবুও মনে আসবে নতুন সকাল,
হাসবে জীবন সাঙ্গ হবে করোনারই অকাল।
________________________________________
২.
. নিরানন্দের ঈদ
. রফিক উদ্দিন লস্কর
এবারের ঈদে নেই আনন্দের জোয়ার
প্রানহীন কায়া যখন কাতারে কাতার।
ঈদের খুশি যে আজ নেই কোনো দিকে
পাশে আছে মহামারি হাসি নেই মুখে।
ঈদের আমেজ আজ ভয় ভীতি ভরা
কখন যে হবে বলো করোনাহীন ধরা!
থেমে গেছে কোলাহল ঈদের দিন
আজ নির্বাক বিশ্ববাসী অস্তিত্বহীন।
পৃথিবীটা হয়ে গেছে লাশের ভিড়
মানব জাতি খোঁজে শান্তির নীড়।
ওগো প্রভু ফিরে দাও শান্তি আবার
অন্ত হোক বিশ্বে তাণ্ডব করোনার।
অতীতে এমন ঈদ পাইনি তো কভু
কোলাহল ছাড়া ঈদ কেন দিলে প্রভু ?
মিনতি তোমার কাছে হে পরওয়ার
ভালো করে দাও তুমি জগৎ সংসার।
_____________________________
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন